ঈদুল ফিতর উদযাপন করছে মুসলিম বিশ্ব। ঈদ উদযাপন করছেন ক্রীড়াঙ্গনের তারকারাও। সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন। ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন ঈদের বিশেষ মুহুর্তগুলো।
তেমনি ঈদের শুভেচ্ছা জানিয়ে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। আর সেই ছবি শেয়ার করেই নেটিজেনদের তোরে মুখে পড়েছেন বাবর।
নেটিজেনদের অনেকেই বাবরের ড্রেস সেন্স নিয়ে প্রশ্ন তুলেছেন। এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ছবিটি শেয়ার করার পর উমায়ের নামের একজন লিখেছেন ‘দুপাট্টা কেদার হ্যায় তেরা’।
অর্থাৎ দুপাট্টা কোথায়? আরেকজন লিখেছেন, মেয়েদের সালোয়ার কামিজ পরা কি জরুরি ছিল? অন্য কিছু পরা যেত। এটাতো কুর্তা পায়জামা কাম সালোয়ার কামিজ।
এর মধ্যে বাবরের ব্যাটে রান খরার প্রসঙ্গটাও টেনে আনছেন কেউ। একজন লিখেছেন, ব্যাটিং ভালো না, ইংরেজি ভালো না; ড্রেসিং সেন্সও...!!! কেউ কেউ আবার ডিজাইনার পরিবর্তনের পরামর্শও দিয়েছেন।
লিখেছেন, ঈদ মোবারক বাবর। ডিজাইনারকে ছাটাই করে নতুন কাউকে আনো।
এফপি/এস এন