পরিবারের সঙ্গে ঈদ উপভোগ করছেন তাসকিন, ঈদের শুভেচ্ছা জানালেন মিরাজ-মাহমুদউল্লাহরা

বাংলাদেশে আজ উদ্‌যাপন করা হচ্ছে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদুল ফিতর। ঈদের সকালে পাজামা-পাঞ্জাবি পরিহিত ব্যক্তিরা একে অপরের সঙ্গে আলিঙ্গন করছেন। একে অপরকে বলছেন, ‘ঈদ মোবারক’। জনসাধারণ থেকে শুরু করে ক্রিকেটাররাও করছেন ঈদ উদ্‌যাপন। তাসকিন আহমেদ-মাহমুদউল্লাহ রিয়াদরা জানালেন ঈদের শুভেচ্ছা।

তাসকিন এবার ঈদ উদ্‌যাপন করছেন পরিবারের সঙ্গে। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে বাবা ও ছেলের সঙ্গে ছবি পোস্ট করেছেন তাসকিন। বাংলাদেশের তারকা পেসার মোহাম্মদপুরের ঈদগাহে সকালে ঈদের নামাজ পড়েছেন। তাসকিনের ঈদ কেমন কাটছে—ঈদের সকালে জানতে চাইলেন সাংবাদিকেরা। ২৯ বছর বয়সী বাংলাদেশের পেসার বলেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ। পরিবারের সবার সঙ্গে ঈদ করতে পারছি। এটা অনেক সৌভাগ্য এবং আল্লাহর কাছে অসংখ্য ধন্যবাদ। পরিবারের সঙ্গে ঈদ করা স্পেশাল। এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না।

তাসকিনের চাওয়া, ঈদ সবার ভালো কাটুক এবং সবাইকে সৃষ্টিকর্তা সুস্থ রাখুন। বাংলাদেশের তারকা পেসার সাংবাদিকদের বলেন, ‘পরিবারের সঙ্গে ঈদ করা সব সময় স্পেশাল। ছোটবেলার মতো এখনো ঈদগাহে আসি। সবাই দোয়া কইরেন। আল্লাহ সুস্থ রাখুন। সবাই ঈদ উপভোগ করেন। আগামী বছরের ঈদে কে কোথায় থাকেন। সেজন্য বর্তমানটা উপভোগ করা উচিত।’

মোহাম্মদপুরের ঈদগাহে তাসকিনের সঙ্গে এসেছে তাঁর ছেলে তাসফিন। ছেলেকে নিয়ে ঈদগাহে আসা তাসকিনের কাছে বিশেষ কিছু। বাংলাদেশের তারকা পেসার বলেন, ‘এটা আসলে অন্য রকম। চাইব যেন সবাই একসঙ্গে ঈদ করতে পারি। সবাইকে ঈদ মোবারক।’ ঈদের সকালে ভক্তদের সঙ্গে সেলফি তুলেছেন।

ঈদের সকালে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করেন মাহমুদউল্লাহ-মিরাজরাও। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে মাহমুদউল্লাহ লিখেছেন, ‘সুন্দর ঈদের সকাল।’মিরাজ ফেসবুকে ছবি পোস্ট করে লিখেছেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।’ শরীফুল নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘ঈদ মুবারাক। তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।’

নাজমুল হোসেন শান্তর এবারের ঈদ কেটেছে পরিবার ও শৈশবের বন্ধুদের সঙ্গে। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে গত রাতে ছবি পোস্ট করে শান্ত লিখেছেন, ‘শৈশবের বন্ধুদের সঙ্গে ভালো সময় কেটেছে। আমাদের পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক। আপনাদের হৃদয় ভালোবাসা ও শান্তিতে পূর্ণ হোক,এই শুভকামনা।’ আর তামিম ইকবালও গতকাল ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
প্রধান উপদেষ্টার আজ ব্যাংকক সফর Apr 03, 2025
img
বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের ৩৭% শুল্ক আরোপ Apr 03, 2025
img
কবে মুক্তি পাচ্ছে নতুন নামে ‘স্পাইডার-ম্যান ৪’ Apr 03, 2025
img
পরমব্রত ও কৌশানীর অভিনয় নিয়ে বনির আপত্তি! Apr 03, 2025
img
বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে আইয়ার ফিরে আসার ঘোষণা Apr 03, 2025
img
কৃতি স্যাননের ‘Crew’ মুক্তির এক বছর : নারী চরিত্রে নতুন দৃষ্টিভঙ্গি Apr 03, 2025
img
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকার একা সিদ্ধান্ত নিতে পারে না: তথ্য উপদেষ্টা Apr 03, 2025
img
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি করোনায় আক্রান্ত Apr 03, 2025
img
নোবেলজয়ী কোস্টারিকার সাবেক প্রেসিডেন্টের মার্কিন ভিসা প্রত্যাহার Apr 03, 2025
img
১১ জনের দলে ১২ নম্বরে নেমে ১৩ রানের বিশ্বরেকর্ড! Apr 03, 2025