৫ বছরের ছোট প্রেমিকের বাড়িতে নারীর অনশন

বরিশালের বাকেরগঞ্জে স্ত্রীর স্বীকৃতি পেতে ২০ বছরের এক যুবকের বাড়িতে অনশন শুরু করেছেন ২৫ বছর বয়সী এক নারী।

সোমবার (৩১ মার্চ) উপজেলার গারুড়িয়া ইউনিয়নের ভান্ডারীকাঠী গ্রামে যুবকের বাড়িতে অনশন শুরু করেন ওই নারী।

প্রেমিক রায়হান (২০) বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের ভান্ডারীকাঠী গ্রামের হাকিম হাওলাদারের ছেলে ও প্রেমিকা ঝালকাঠির নলছিটি উপজেলার মেয়ে।

ভুক্তভোগী নারী জানান, গত দুই বছর আগে রায়হানের সঙ্গে রং নম্বরে তার পরিচয় হয়। ধিরে ধিরে তা গড়ায় প্রেমের সম্পর্কে। পরে পরস্পর দেখা করতে গেলে তা শারীরিক সম্পর্কে গড়ায়। গত ৩০ মার্চ রাতে তাকে বিয়ের কথা বলে রায়হান তার বাড়িতে নিয়ে আসেন। রায়হানের বাবা-মা প্রথমে সম্পর্ক মেনে নিয়ে একই কক্ষে থাকতে দেন।

এ পর্যন্ত ঠিক থাকলেও ব্যাপারটা একটু ভিন্ন। ওই নারীর আগেও একটা বিয়ে হয়েছিল। তাছাড়া সে রায়হানের চেয়ে ৫ বছরের বড়। তাই পরের দিন সকালে রায়হানের বাবা-মা বলেন, তাদের বাড়ি থেকে চলে যেতে। তাই ওই নারী স্ত্রীর স্বীকৃতি পেতে রায়হানের বাড়িতে অবস্থান করছেন।

ওই নারী আরও বলেন, রায়হান সবকিছু জেনেশুনে বিয়ে করার কথা বলে এনেছে। এখন আমার সঙ্গে এরকম আচরণ কেন করছে জানি না। তাছাড়া সে বাড়ি থেকে পালিয়েও গেছে।

এ ঘটনার বিষয়ে রায়হানের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তা বন্ধ পাওয়া যায়।

রায়হানের বাবা হাকিম হাওলাদার বলেন, ওই নারীর আগের একটি সংসার ছিল। তাছাড়া সে আমার ছেলের চাইতে বয়সে বড়। এমন সম্পর্ক মেনে নেওয়ার মতো না।

এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার ওসি (তদন্ত) সুরেজীত বড়ুয়া বলেন, বিষয়টি আমি শুনেছি। ভুক্তভোগী নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এফপি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বছর শেষে জাতীয় নির্বাচন চায় জামায়াত : রেজাউল করিম Apr 05, 2025
img
সাইফকে হামলাকারী শরিফুলের জামিনে পুলিশের বিরোধিতা Apr 05, 2025
img
ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু Apr 05, 2025
img
শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন প্রধান উপদেষ্টা : বাণিজ্য উপদেষ্টা Apr 05, 2025
img
ঢাকায় হঠাৎ ঝড়-বৃষ্টি, স্বস্তিতে রাজধানীবাসী Apr 05, 2025
img
মৃত মুরগি নিয়ে থানায় হাজির বৃদ্ধা, বিচার চাইলেন আল্লাহর কাছে Apr 05, 2025
নির্বাচন পেছানোয় ভবিষ্যৎ শ'ঙ্কা! Apr 05, 2025
হাসিনার থেকেও খারাপ পরিনতি হবে: মোদিকে সাদিক কায়েম Apr 05, 2025
বায়ু দূষণ নিয়ে পরিবেশ উপদেষ্টার কাছে স্থানীয়দের অভিযোগ | Apr 05, 2025
যাদের নিয়ে শুরু হয়েছে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক Apr 05, 2025