মাদারীপুর জেলার শিবচরের কুতুবপুরে তিন মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চার যুবক নিহত হয়েছে।
নিহতরা হলেন, শিবচরের কুতুবপুর এলাকার শাজাহান তালুকদারের ছেলে মিঠুন তালুকদার, শরিয়তপুরের জাজিরা উপজেলার ঢালীকান্দি এলাকার বাবুল ঢালীর ছেলে হৃদয় ঢালী, একই উপজেলার জয়নগর এলাকার আলী খান ও রমজান মিয়া।
আজ মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যদর্শীরা জানায়, দুপুরে এক্সপ্রেসওয়ের নাওডোবা এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে জাজিরা দিকে যাচ্ছিল। পথে শিবচরের বাবুখাঁর ব্রিজের কাছে এলে বিপরীতমুখী বেপরোয়া দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই যুবকের মৃত্যু হয়। আরও দুইজন গুরুতর আহত হয়। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মৃত্যুর খবর স্থানীয় সূত্রে জানা গেলেও প্রশাসন নিশ্চিত করতে পারেনি।
পদ্মাসেতুর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বলেন, দুর্ঘটনাটি শিবচরের কুতুবপুর এলাকায় ঘটেছে। ঘটনাস্থলে দুইজন মারা গেছে।
এতে ঘটনাস্থলেই মিঠুন ও হৃদয় মারা যান। পরে আহতদের উদ্ধার করে প্রথমে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আলী খান ও তার বন্ধু রমজান মিয়া মারা যান।
বিষয়টি নিশ্চিত করে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, মূলত দ্রুত গতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।