হোটেল ইন্টারকন্টিনেন্টালের বিবৃতি: সমন্বয়ক-উপদেষ্টাদের সুবিধা নেওয়ার অভিযোগটি ভিত্তিহীন

সম্প্রতি কিছু অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা হোটেল সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। এসব প্রতিবেদনে বলা হয়, বর্তমান সরকারের উপদেষ্টা এবং প্রাক্তন ছাত্র সমন্বয়করা হোটেলটি থেকে বিনামূল্যে রুম ও অন্যান্য সেবা পাচ্ছেন।

এছাড়া, দাবি করা হয়েছে, হোটেলটি গত ছয় মাসে ৫০০ কোটি টাকারও বেশি লোকসান করেছে এবং এসব উপদেষ্টা ও সমন্বয়করা হোটেলের ১০টি রুম দীর্ঘ সময় ধরে দখল করে রেখেছেন, যা হোটেলের আয়ের হ্রাসের কারণ হিসেবে তুলে ধরা হয়েছে।

এই সংবাদে আরও দাবি করা হয়েছে, এই কক্ষগুলোর জন্য কোনও ভাড়া প্রদান করা হয়নি এবং খাবার-পানীয়ের বিলও পরিশোধ করা হয়নি। তবে এই তথ্যের পরিপ্রেক্ষিতে হোটেল কর্তৃপক্ষ এক বিবৃতিতে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বানোয়াট।

ইন্টারকন্টিনেন্টাল, ঢাকা কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়, এ ধরনের সুবিধা কখনোই প্রদান করা হয়নি এবং এসব গুজব শুধু হোটেলের সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে ছড়ানো হচ্ছে।

হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁঞা স্বাক্ষরিত বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকতার নীতিমালা অনুযায়ী, সংবাদ প্রকাশের আগে হোটেল কর্তৃপক্ষের বক্তব্য নেয়া উচিত ছিল, যা সংশ্লিষ্ট গণমাধ্যম করেনি। এটি অত্যন্ত দুঃখজনক।

হোটেল কর্তৃপক্ষ ভবিষ্যতে এমন বিভ্রান্তিকর সংবাদ প্রচার না করার জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। তারা জানান, দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে। এছাড়া, হোটেল কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে, গণমাধ্যমগুলো ভবিষ্যতে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করবে।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
হেফাজতের দাবি ‘মঙ্গল’ নয়, নাম হোক ‘আনন্দ শোভাযাত্রা’ Apr 11, 2025
img
এবার হলিউডকে ধাক্কা দিল চীন Apr 11, 2025
img
চট্টগ্রাম আইনজীবী সমিতি নির্বাচন: ফরম নিতে বাধা দেওয়ার অভিযোগ Apr 11, 2025
img
গোপনে ঢাকামুখী হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, তথ্য গোয়েন্দা সংস্থার Apr 11, 2025
img
বিয়ের আগে সম্পর্কে বিচ্ছেদ, বিজয়কে পেতে তন্ত্রসাধনায় তামান্না! Apr 11, 2025
img
ঈদের পর নিত্যপণ্যের বাজারে সিন্ডিকেটের তৎপরতা, কৌশলে বাড়ছে দাম Apr 11, 2025
img
আমিরাতের সঙ্গে এফটিএ নিয়ে আলোচনা ইইউর Apr 11, 2025
img
আমিরাতে বাংলাদেশি দুই স্কুলে এসএসসি পরীক্ষা শুরু Apr 11, 2025
img
ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে ভয়াবহ আগুন Apr 11, 2025
img
এক সপ্তাহে ৬০০ অপরাধী গ্রেফতার করেছে যৌথ বাহিনী Apr 11, 2025