শাকিবের সঙ্গে দ্বন্দ্ব প্রসঙ্গে নিশো বললেন ‘ভুল-বোঝাবুঝি’

ছোট পর্দায় প্রায় দুই দশক অভিনয়ের পর ২০২৩ সালের কোরবানির ঈদে ‘সুড়ঙ্গ’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয় আফরান নিশোর। প্রথম সিনেমা মুক্তির সময় প্রতিদ্বন্দ্বী হিসেবে পান শাকিব খানকে। শাকিবের ‘প্রিয়তমা’র সঙ্গে নিশোর ‘সুড়ঙ্গ’ সিনেমার পর্দায় লড়াইটা ভালো জমে ওঠে। দুই নায়কের ভক্তরাও হয়ে পড়েন বিভক্ত, সোশ্যাল মিডিয়াজুড়ে চলতে থাকে তর্ক-বিতর্ক। দুই সিনেমার টিম থেকেও আসতে থাকে নানা অভিযোগ।

সংবাদমাধ্যমকে দেওয়া নিশোর একটি সাক্ষাৎকার আরও উসকে দেয় সেই দ্বন্দ্ব। সেখানে নিশো বলেন, ‘আমি সো কলড ওই হিরো না যে, বিয়ে করে বউয়ের কথা বলব না, বাচ্চার কথা বলব না।’ নিশো এমন মন্তব্যের তিরটি যে শাকিবের উদ্দেশেই ছুড়েছিলেন সেটা বুঝতে কষ্ট হয়নি কারও। দুই বছর পর আবারও সিনেমা নিয়ে হাজির হয়েছেন নিশো। এবারও প্রতিদ্বন্দ্বী হিসেবে পেয়েছেন শাকিব খানকে।

এই রোজার ঈদে শাকিব খানের দুই সিনেমা ‘বরবাদ’ ও ‘অন্তরাত্মা’র সঙ্গে মুক্তি পেয়েছে নিশোর ‘দাগি’। তবে এবার নেই কোনো তর্ক-বিতর্ক। উল্টো মুক্তির আগে সেন্সর নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় শাকিবের বরবাদ সিনেমার জন্য সোশ্যাল মিডিয়ায় সরব হতে দেখা গেছে নিশোকে। তাহলে কি শাকিব খানের সঙ্গে সব দূরত্ব মিটে গেছে নিশোর? ঈদের আগে থেকেই দুই নায়কের ভক্তদের মনে ঘুরছে সেই প্রশ্ন। সম্প্রতি দাগি সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইকে দেওয়া এক সাক্ষাৎকারে সেইসব প্রশ্নের উত্তর দিয়েছেন নিশো। জানালেন সেই সময়ে যা হয়েছে তার পুরোটাই ভুল-বোঝাবুঝি।

নিশো বলেন, ‘সে সময় যেটা হয়েছে সেটা খুব অনাকাঙ্ক্ষিত। খুব স্পষ্ট ও দায়িত্ব নিয়ে বলতে চাই, এটা ছিল ভুল-বোঝাবুঝি। আমার কখনোই একজন মানুষকে কেন্দ্র করে কোনো কটূক্তি বা মন্তব্য করার ইনটেনশন ছিল না। এখনো নাই, সামনেও থাকবে না। কাউকে অসম্মান করে কারও ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার ধৃষ্টতা কখনোই আমার নেই। এবং এটা আমি দেখাইওনি। আর যাঁকে নিয়ে কথা হচ্ছে তিনি আমার অগ্রজ। ইন্ডাস্ট্রিতে আমার সিনিয়র। তাঁকে আমি যথেষ্ট সম্মান করি। সুড়ঙ্গ মুক্তির সময়েও তাঁকে সম্মান দেখিয়ে অনেক কথা বলেছি। একজন মানুষ যাঁর এত দীর্ঘ ক্যারিয়ার, এত কিছু দিয়েছে ইন্ডাস্ট্রিকে।

সম্মানটুকু তিনি ডিজার্ব করেন। বিনিময়ে তো আর কিছু চাননি তিনি। আমার তরফ থেকে তিনি সব সময সম্মানের তুঙ্গেই থাকবেন। তারপরেও যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে তাঁকে বলব, এই বিষয়টা আপনি কখনোই মনে রাখবেন না। আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, এটা ভুল-বোঝাবুঝি।’

এ সময় শাকিব খানের দুই সিনেমা বরবাদ ও অন্তরাত্মার জন্য শুভকামনা জানান নিশো। পাশাপাশি ঈদের অন্যান্য সিনেমার প্রতি শুভকামনা জানিয়ে নিজের দাগি সিনেমার পাশে থাকার আহ্বান জানান সবাইকে।

শাকিব এখন ব্যস্ত আলফা আইয়ের পরবর্তী সিনেমা ‘তান্ডব’-এর শুটিংয়ে। মাঝে গুঞ্জন শোনা গিয়েছিল, এই সিনেমায় শাকিব খানের সঙ্গে ক্যামিও দেবেন নিশো। তবে অভিনেতা জানালেন এমন কোনো প্রস্তাব তিনি এখনো পাননি। নিশো বলেন, ‘আপাতত এ রকম কোনো কিছু আমার কাছে আসেনি। তবে সামনে এমন কিছু হলে আমি খুশি হব। আমার মনে হয় সবাই খুশি হবে।’


 এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক প্রসঙ্গে যা বললেন ভারতের পররাষ্ট্র মুখপাত্র Apr 18, 2025
img
২৬ বিশ্বকাপে খেলার ব্যাপারে যা বললেন মেসি Apr 18, 2025
img
নতুন নাটকীয়তায় ফ্লোরেন্স পুগ Apr 18, 2025
img
১০০ বছর পর প্রথমবার দেখা মিলল রহস্যময় কলোসাল স্কুইডের Apr 18, 2025
img
জনপ্রতিনিধি বাছাই সঠিক না হলে গণতন্ত্র ধ্বংস হবে : হামিদুর রহমান Apr 18, 2025
img
মেয়োনিজ খাওয়ার আগে যে বিষয়গুলো জানা দরকার Apr 18, 2025
img
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ক্যাশিয়ার’ গ্রেফতার Apr 18, 2025
img
সিলেটের সুযোগ-সুবিধা স্বপ্নের মতো, বলছেন বাংলাদেশের কোচ Apr 18, 2025
img
বিদেশে পাঠানো কর্মীদের ৮০ ভাগ সমস্যা দেশেই তৈরি হয়: পররাষ্ট্র উপদেষ্টা Apr 18, 2025
img
কাফনের কাপড় বেঁধে কারিগরি শিক্ষার্থীদের গণমিছিল Apr 18, 2025