দখলে আওয়ামী লীগের কার্যালয়, নির্মাণাধীন ভবনে চলছে ব্যবসা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা আওয়ামী লীগের নির্মাণাধীন দলীয় কার্যালয় বর্তমানে অবৈধ দখলদারদের হাতে চলে গেছে। ভবনটির নির্মাণকাজ এখনো অসম্পূর্ণ থাকলেও, দখলদাররা তার নিচতলাটি ব্যবহার করে বাণিজ্যিক কার্যক্রম চালাচ্ছে, এমনকি একটি ফার্নিচার কারখানা প্রতিষ্ঠিত হয়েছে। এই ঘটনার পেছনে দলের সাংগঠনিক শূন্যতা, নেতৃত্বের অব্যবস্থাপনা এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতার অভাব রয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা, যেমন আশরাফ উদ্দিন ও মোস্তফা মিয়া, কোনো অনুমোদন ছাড়াই গত অক্টোবর থেকে ভবনটির নিচতলা দখল করে ব্যবসা চালাচ্ছেন। তাদের বক্তব্যে রাজনৈতিক অব্যবস্থাপনার বিষয়টি পরিষ্কার হয়ে ওঠে, যেখানে ক্ষমতা হারানোর পর দলটি সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের কার্যালয়ও রক্ষা করতে পারছে না।

এ ঘটনার মাধ্যমে স্থানীয় আওয়ামী লীগের নেতৃত্বহীনতা এবং তৃণমূল পর্যায়ের অবকাঠামো এবং সম্পদ ব্যবস্থাপনায় চরম ব্যর্থতার প্রতিফলন ঘটেছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম ভিপি মুছা এই ঘটনাকে অনৈতিক এবং দায়িত্বহীনতা হিসেবে অভিহিত করেছেন। এটি দলটির জন্য একটি বড় আত্মসমালোচনার কারণ, যেহেতু একসময় তারা দেশের শাসক ছিল, কিন্তু এখন তাদের স্থানীয় কার্যালয়ও নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারছে না।


এসএস

Share this news on: