জানুয়ারিতে মুক্তি পাওয়া শাহিদ কাপুর ও পূজা হেগড়ে অভিনীত ছবি ‘দেবা’ প্রেক্ষাগৃহে সাফল্য না পেলেও সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তির পর ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। দুর্নীতিগ্রস্ত এক পুলিশ অফিসারের চরিত্রে শাহিদের অনবদ্য অভিনয় দর্শকদের মন জয় করেছে।
রোমান্টিক ইমেজে পরিচিত শাহিদ কাপুর ‘হায়দার’, ‘উড়তা পাঞ্জাব’-এর মতো ভিন্নধর্মী ছবিতে আগে থেকেই তার দক্ষতা প্রমাণ করেছেন। এবার ‘দেবা’-তেও তার অভিনয় ও চিত্রনাট্য বাছাইয়ের মুন্সিয়ানা নজর কেড়েছে দর্শকদের।
নেটিজেনরা শাহিদের প্রশংসা করতে গিয়ে সালমান খানকে উদ্দেশ্য করে চিত্রনাট্য নির্বাচনে সতর্কতার পরামর্শ দিয়েছেন। অনেকে বলছেন, সালমানকে কেবল অ্যাকশনধর্মী ছবি নয়, বরং গল্পনির্ভর ভিন্ন ধারার ছবিতে অভিনয় করা উচিত।
সালমান খানের ঈদে মুক্তিপ্রাপ্ত ছবি ‘সিকন্দর’ এখনও বক্স অফিসে কাঙ্ক্ষিত সাড়া ফেলতে পারেনি। ফলে অনেকেই শাহিদের ‘দেবা’র সাফল্যের সাথে তুলনা করে সলমনকে অভিনয়ের ধরনে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন। এক অনুরাগী লিখেছেন, "দেবা দেখে মুগ্ধ হয়েছি, সালমনকেও এমন ছবিতে দেখতে চাই।"
চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, ‘সিকন্দর’ প্রত্যাশা পূরণ না করায়ই দর্শকরা এখন বিকল্প অভিনেতা ও ভিন্ন ধাঁচের কনটেন্টের প্রতি আগ্রহী। সেই জায়গা থেকেই সালমান ও শাহিদের মধ্যে তুলনা টানা হচ্ছে।