চ্যাম্পিয়ন্স লিগে আতলেতিকো মাদ্রিদের বিরুদ্ধে জয়লাভের পর অসদাচরণের জন্য শাস্তি পেয়েছেন রিয়াল মাদ্রিদের দুই তারকা কিলিয়ান এমবাপে এবং আন্টোনিও রুডিগার।
উয়েফা শুক্রবার এক বিবৃতিতে জানায়, তাদের দুজনকেই জরিমানা করা হয়েছে এবং এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে এই নিষেধাজ্ঞা এক বছর স্থগিত থাকবে, যার মানে কোয়ার্টার-ফাইনালে আর্সেনালের বিপক্ষে তারা খেলতে পারবেন।
রুডিগারকে ৪০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে, এবং এমবাপে ৩০ হাজার ইউরো জরিমানা হয়েছেন। এক বছরের মধ্যে যদি তারা আবারও একই ধরনের অপরাধ করেন, তবে তাদের নিষেধাজ্ঞা কার্যকর হবে।
এছাড়া, মাদ্রিদের আরও দুই খেলোয়াড় ভিনিসিউস জুনিয়র এবং দানি সেবাইয়োসের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তদন্ত করা হয়েছিল।
ভিনিসিউসের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি, তবে সেবাইয়োসকে ২০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে।
গত ১২ মার্চ ওয়ান্দা মেত্রেপলিতানোতে আতলেতিকো মাদ্রিদের সমর্থকদের সামনে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা উদযাপন করেন, যেখানে ভিডিও ফুটেজে দেখা যায়, কিছু খেলোয়াড় জয় উদযাপন করতে নাচছিলেন এবং অঙ্গভঙ্গি করছিলেন, যার কারণে আতলেতিকো সমর্থকদের কাছ থেকে প্রতিক্রিয়া পাওয়া যায়।
রিয়াল মাদ্রিদ কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে আগামী মঙ্গলবার আর্সেনালের মাঠে খেলবে, এবং ফিরতি লেগ হবে ১৬ এপ্রিল সান্তিয়াগো বের্নবেউয়ে।
এসএস