ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করলেন স্বেচ্ছাসেবক দল নেতা, পরে বহিষ্কার

ভোলার চরফ্যাশন উপজেলার আবুবকরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে গত বুধবার রাতে ওই ব্যবসায়ীর বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

অভিযুক্ত নেতার নাম আল আমিন। তিনি আবুবকরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক। এ ঘটনার পর তাকে সংগঠন থেকে বহিষ্কারের কথা জানিয়েছে উপজেলা স্বেচ্ছাসেবক দল।

নিহত মো. মাসুদুর রহমান (৩৮) আবুবকরপুর ইউনিয়নের মাতাব্বর বাড়ি এলাকার আবদুল খালেকের ছেলে। তিনি ঢাকার সাভার এলাকায় ভ্যানগাড়িতে সবজি ও ফল বিক্রি করতেন। এ ঘটনায় এক নারীসহ আট জনকে আটক করলেও প্রধান অভিযুক্ত আল আমিনকে ধরতে পারেনি পুলিশ।

নিহতদের ভাই মো. রায়হান জানান, তিনি এবং তার ভাইয়েরা ঢাকার সাভার এলাকায় ভ্যানগাড়িতে ক্ষুদ্র ব্যবসা করেন। ঈদে তারা গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। বুধবার রাতে তার স্ত্রী আকলিমা ও তার বোন সীমার মধ্যে বাড়ির সামনে বখাটেদের আড্ডা দেওয়া নিয়ে ঝগড়া হয়। এ সময় প্রতিবেশী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলামিনসহ কয়েকজন বখাটে বাড়িতে গিয়ে ঝগড়ার কারণ জানতে চান। এ সময় তার ছোট ভাই মো. রাসেল তাদের ঘরে ঢুকতে না দিয়ে বাড়ি থেকে চলে যেতে বলেন। এ নিয়ে ওই স্বেচ্ছাসেবক দলের নেতার সঙ্গে তাদের তর্কবিতর্ক হয়। তর্কের জেরে তিনি দলবল ডেকে রাতেই তাদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালান এবং পরিবারের সদস্যদের মারধর করেন। পরে স্থানীয় ব্যক্তিরা ছুটে এসে তাৎক্ষণিক ঘটনার মীমাংসা করে দেন। কিন্তু আল আমিন হুমকি-ধমকি দিয়ে চলে যান।

রায়হান আরও জানান, পারিবারিক কাজের জন্য তিনি এবং তার আরেক ভাই মহসিন শুক্রবার সাড়ে ১১টার দিকে স্থানীয় দুলারহাট বাজারে যাচ্ছিলেন। এ সময় স্বেচ্ছাসেবক দলের নেতা আল আমিন ও তার অনুসারীরা মোটরসাইকেলে এসে তাদের পথরোধ করে দুই ভাইকে বেধড়ক মারধর করেন। এরপর তাদের বাড়িতে গিয়ে বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর শুরু করেন। বাধা দিলে পরিবারের ছয় সদস্যকে পিটিয়ে জখম করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রতিবেশীরা তাদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুদুর রহমানকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা সালাউদ্দিন বলেন, ‌‘বাড়ির সামনে বখাটেদের আড্ডা দেওয়ায় নিষেধ করার কারণে এ হামলা করা হয়েছে। এ ঘটনার জন্য একটি সমঝোতার তারিখ হয়েছিল। ওই সমঝোতার তারিখ উপেক্ষা করে আল আমিন শুক্রবার সকালে আবার আমার দুই ভাতিজার ওপর হামলা চালিয়েছেন। বাড়িঘরে ভাঙচুর করেছেন। তাদের হামলা-মারধরে ভাতিজা মাসুদুর রহমান মারা গেছে। আমি এ হত্যার বিচার চাই।’

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শোভন কুমার বসাক বলেন, মাসুদুর রহমানকে মৃত অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালে আনা হয়েছে। তার শরীরে একাধিক জখমের চিহ্ন ছিল। পিটিয়ে জখম করা হয়েছে।

চরফ্যাশন উপজেলার স্বেচ্ছাসেবক দলের সভাপতি কবির শিকদার বলেন, অভিযুক্ত আবুবকরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিনকে শুক্রবার দুপুরে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এ ব্যাপারে দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ইফতেখার বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। একজন নারীসহ আট জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তবে প্রধান অভিযুক্ত পলাতক রয়েছে।’

এফপি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
থাইল্যান্ডে পদক জয় করলেন বাংলাদেশি সাঁতারু Apr 06, 2025
img
সাবেক রেলমন্ত্রীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ Apr 06, 2025
img
ইউরোপের পর যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভের প্রস্তুতি Apr 06, 2025
img
মুরগির মৃত্যুর বিচার চেয়ে থানায় বৃদ্ধা, আশ্বাস দিলেন ওসি Apr 06, 2025
img
গণহত্যার দায়ে আ. লীগকে বিচারের আওতায় আনা হোক : সালাউদ্দিন আহমেদ Apr 06, 2025
img
শাহবাগে ফুলের দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে Apr 06, 2025
img
বাংলাদেশ-পাকিস্তানসহ কয়েকটি দেশকে সৌদির ভিসা নিষেধাজ্ঞা Apr 06, 2025
img
সাঙ্গাকারা-মালাইকা জুটির গুঞ্জন, অর্জুনের পোস্টে বাড়ছে রহস্য Apr 05, 2025
img
যুদ্ধবিরতি ভাঙতেই শিশুদের রক্ত ঝরলো, দিনে ১০০ শিশু হতাহত Apr 05, 2025
img
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা Apr 05, 2025