ফিনিশারের অভাব পূরণে প্রবাসী স্ট্রাইকারের খোঁজে বাফুফে

ভারত ম্যাচে ফিনিশারের অভাবে ভুগেছে বাংলাদেশ। তাই জুনের আগে প্রবাসী ফুটবলারদের ট্রায়াল সম্পন্ন করে সেই অভাব পূরণ করা হবে বলে জানান বাফুফে সদস্য ইকবাল হোসেন। পাশাপাশি ফাহমেদুলকেও দলে রাখা হবে বলে ইঙ্গিত দেন তিনি। এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার যে সুযোগ এখনো আছে বাংলাদেশের তা কাজে লাগাতে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলেও জানান ইকবাল।

চীনের দুঃখ যেমন হোয়াংহো, বাংলাদেশ ফুটবলের তেমন ফিনিশার। এই জায়গায় ঘাটতি না থাকলে গেল এশিয়ান কাপ বাছাই ম্যাচে ভারতের জালে গুনে গুনে কমপক্ষে দেয়া সম্ভব হতো চার গোল। ঘরোয়া লিগে খেলা ফুটবলার দিয়ে চেষ্টা করেও লম্বা সময়েও পারফেক্ট নাম্বার নাইনের অভাব পূরণ বের করতে পারেনি বাফুফে। তাই বাধ্য হয়ে যাচ্ছে বিকল্প পন্থায়।

হামজা চৌধুরী বাংলাদেশের জার্সি বেছে নেয়ায় অনেক প্রবাসী ফুটবলার এখন ভাবছে লাল সবুজ ফুটবল নিয়ে। তারই ধারাবাহিকতায় ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং আমেরিকা থেকে অনেকেই আসছেন ট্রায়ালে। এরই মধ্যে অন্তত চারজনকে পরখ করেছে বাফুফের টেকনিক্যাল স্টাফ। আরও অন্তত ২০ জন আছে লাইনে। জুনে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে তাদের মধ্য থেকেই একজন ফরোয়ার্ড বাছাই করতে চায় ফেডারেশন।

এ বিষয়ে বাফুফের সদস্য ইকবাল হোসেন বলেন, ‘শেষ ম্যাচে আমরা এতগুলো সুযোগ পেয়েছি! এটা খেলার অংশ। খেলায় মিস হতেই পারে, এটা অসম্ভব কিছু না। তবে ভালো একজন ফিনিশার থাকলে আমরা ওইদিন ২-৩টি গোল দিতে পারতাম। যে মিসগুলো হয়েছে, ওগুলোর ফিনিশিং করতে পারতাম। এ জায়গাটাতে যদি আমাদের ভালো কিছু অন্তর্ভুক্ত হয়, এটা আমাদের জন্য বাড়তি পাওয়া হবে।’


বাংলাদেশ দলের সবশেষ ক্যাম্পে ছিলেন ইতালি প্রবাসী ফাহমেদুল ইসলাম। স্বল্প সময়ে নিজের ফুটবল শৈলি দিয়ে মুগ্ধতা ছড়ালেও অদৃশ্য কারণে তাকে বাইরে রেখেই স্কোয়াড সাজান কাবরেরা। তবে সিঙ্গাপুর ম্যাচের আগে তাকে ফেরানোর ইঙ্গিত দিয়েছে বাফুফে।

ইকবাল বলেন, ‘অনেক দেশেই ১৮ বছর বয়সে খেলতেছে, কোনো ব্যাপার না। তাকে (ফাহমেদুল) সৌদিতে অল্প সময় পেয়েছিল, সে কোচের পরিকল্পনায় আছে। আমি মনে করি, কোচ তাকে আরেকটা সুযোগ দিয়ে দেখবে হয়তো।’


এশিয়ান কাপ বাছাইয়ে এক ম্যাচ খেলে ১ পয়েন্ট বাংলাদেশের। ‘সি’ গ্রুপের বাকি সদস্যদের অবস্থাও একই রকম। যে কারণে খুব ভালো সুযোগ আছে লাল-সবুজদের চূড়ান্ত পর্বে খেলার। যে সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে চায় না বাফুফে।

ইকবাল বলেন, ‘এ ম্যাচটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা যে গ্রুপে আছি, এ গ্রুপ থেকে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য আমাদের সুযোগ আছে। এ সুযোগটাকে আমরা কাজে লাগাতে চাই। প্রবাসী ফুটবলারদের থেকেও আমরা কয়েকজনকে বেছে নিতে চাই। যেন বাংলাদেশ দল ভালো একটা জায়গায় যায়। দক্ষিণ এশিয়ার বাইরেও যেন আমরা এশিয়ান পর্যায়ে লড়াই করতে পারি।’

আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচ খেলবে বাংলাদেশ। যে ম্যাচটি অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু স্টেডিয়াম।

এফপি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
মুরগির মৃত্যুর বিচার চেয়ে থানায় বৃদ্ধা, আশ্বাস দিলেন ওসি Apr 06, 2025
img
গণহত্যার দায়ে আ. লীগকে বিচারের আওতায় আনা হোক : সালাউদ্দিন আহমেদ Apr 06, 2025
img
শাহবাগে ফুলের দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে Apr 06, 2025
img
বাংলাদেশ-পাকিস্তানসহ কয়েকটি দেশকে সৌদির ভিসা নিষেধাজ্ঞা Apr 06, 2025
img
সাঙ্গাকারা-মালাইকা জুটির গুঞ্জন, অর্জুনের পোস্টে বাড়ছে রহস্য Apr 05, 2025
img
যুদ্ধবিরতি ভাঙতেই শিশুদের রক্ত ঝরলো, দিনে ১০০ শিশু হতাহত Apr 05, 2025
img
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা Apr 05, 2025
img
দেড় মাস পর ডেঙ্গুর থাবায় মৃত্যু Apr 05, 2025
img
শাহবাগে ফুলের দোকানে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট Apr 05, 2025
img
ট্রাম্পের শুল্ক আরোপের ফলে মেক্সিকো ও আর্জেন্টিনার শেয়ারের পতন Apr 05, 2025