সৌরভের বায়োপিকে ডোনার ভূমিকায় টলিউড অভিনেত্রী

সিনেপর্দায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বর্ণময় ক্রিকেট কেরিয়ার থেকে ব্যক্তিগতজীবন, কবে আসছে? সেই প্রশ্ন আজকের নয়, বিগত দু’-তিন বছর ধরেই দর্শকদের কৌতূহল, উৎকণ্ঠার অন্ত নেই। ‘প্রিন্স অফ ক্যালকাটা’র ভূমিকায় দেখা যাবে রাজকুমার রাওকে। এই বায়োপিকের জন্য নেট প্র্যাকটিসও শুরু করে দিয়েছেন অভিনেতা। কিন্তু স্ত্রী ডোনার ভূমিকায় থাকছেন কোন নায়িকা? কৌতূহল দীর্ঘদিনের। সৌরভকন্যা সানা গঙ্গোপাধ্যায় অবশ্য তৃপ্তি দিমরিকে বেছে নিলেন ‘পর্দার মা’ হিসেবে। কিন্তু মহারাজের বায়োপিকে নায়িকা নির্বাচনে এবার ট্যুইস্ট!

কীরকম? সদ্য কলকাতায় পা রেখেছিলেন মুম্বইয়ের জনপ্রিয় কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া। পার্পল মুভি টাউনের কর্ণধার প্রীতিময় চক্রবর্তীর উদ্যোগে ‘রক্তবীজ ২’-এর সেটে হাজির ছিলেন তিনি। সেখান থেকেই জল্পনার সূত্রপাত, টলিপাড়ার তারকাদের সঙ্গে নাকি কাজ করতে চাইছেন মুকেশ। প্রসঙ্গত, কলকাতার অনেক অভিনেতা, অভিনেত্রীই বর্তমানে টলিপাড়ার পাশাপাশি মুম্বইতে সমান তালে কাজ করছেন। সেই তালিকায় যেমন শাশ্বত চট্টোপধ্যায়, যিশু সেনগুপ্ত, টোটা রায়চৌধুরিরা রয়েছেন, তেমনই স্বস্তিকা মুখোপাধ্যায়ও। এবার টলিপাড়ার অন্দরমহলে কানাঘুষো শোনা গেল, সৌরভের বায়োপিকে নায়িকা হিসেবে নাকি প্রাথমিক পর্যায়ে মিমি চক্রবর্তী এবং ইশা সাহার নাম উঠে আসছে। ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় বাঙালিয়ানা ফুটিয়ে তুলতে মুম্বইয়ের কাস্টিং ডিরেক্টর নাকি ভরসা রাখছেন বাঙালি অভিনেত্রীর উপরই। যদিও চূড়ান্তভাবে এখনও কিছু ঠিক হয়নি, তবে গুঞ্জনে সিলমোহর পড়ে কিনা, নজর থাকবে সেদিকে।

উল্লেখ্য, স্বনামধন্য নৃত্যশিল্পী তথা সৌরভপত্নীর চেহারায় আদ্যোপান্ত বাঙালিয়ানা। যার সঙ্গে তৃপ্তি দিমরির কোনও মিল নেই! আর সেই প্রেক্ষিতেই সম্ভবত নায়িকার খোঁজে শহরে পদার্পণ মুকেশ ছাবড়ার। এদিকেস, মিমি এবং ইশা, দু’জনেই বেশ দক্ষ অভিনেত্রী। ফলত মহারাজের বায়োপিকে যদি তাঁদের কোনও একজন নির্বাচিত হন ডোনার চরিত্রে, তাহলে যে মন্দ হবে না, হলফ করে বলা যায়। এবার অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার। পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে কবে সেই শুভ কাজ সারেন? নজর থাকবে সেদিকে।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
মুরগির মৃত্যুর বিচার চেয়ে থানায় বৃদ্ধা, আশ্বাস দিলেন ওসি Apr 06, 2025
img
গণহত্যার দায়ে আ. লীগকে বিচারের আওতায় আনা হোক : সালাউদ্দিন আহমেদ Apr 06, 2025
img
শাহবাগে ফুলের দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে Apr 06, 2025
img
বাংলাদেশ-পাকিস্তানসহ কয়েকটি দেশকে সৌদির ভিসা নিষেধাজ্ঞা Apr 06, 2025
img
সাঙ্গাকারা-মালাইকা জুটির গুঞ্জন, অর্জুনের পোস্টে বাড়ছে রহস্য Apr 05, 2025
img
যুদ্ধবিরতি ভাঙতেই শিশুদের রক্ত ঝরলো, দিনে ১০০ শিশু হতাহত Apr 05, 2025
img
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা Apr 05, 2025
img
দেড় মাস পর ডেঙ্গুর থাবায় মৃত্যু Apr 05, 2025
img
শাহবাগে ফুলের দোকানে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট Apr 05, 2025
img
ট্রাম্পের শুল্ক আরোপের ফলে মেক্সিকো ও আর্জেন্টিনার শেয়ারের পতন Apr 05, 2025