ভিনিসিয়ুসের পেনাল্টি মিসে বার্নাব্যুতে রিয়ালের হতাশাজনক পরাজয়

লা লিগার শিরোপা প্রত্যাশী রিয়াল মাদ্রিদ বড় একটি হার দেখল নিজেদের মাঠে। সান্তিয়াগো বার্নাব্যুতে, তারা ২-১ গোলে হেরে যায় পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়ার বিপক্ষে। ম্যাচের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা ছিল প্রথমার্ধে, যখন এমবাপ্পে বক্সে ফাউলের শিকার হন এবং রেফারি পেনাল্টির নির্দেশ দেন। কিন্তু চমকপ্রদভাবে, পেনাল্টি শট নিতে এগিয়ে আসেন ভিনিসিয়ুস জুনিয়র।

আর সেখানেই ঘটে বিপর্যয়। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের নেওয়া দুর্বল শট ঠেকিয়ে দেন ভ্যালেন্সিয়ার গোলরক্ষক মামারদাশভিলি। পুরো বার্নাব্যু তখন স্তব্ধ—মাঠে থাকা ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা এমবাপ্পেকে কেন পেনাল্টি নিতে দেওয়া হয়নি?

পেনাল্টি মিসের কিছুক্ষণ পরই ম্যাচে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। ডিফেন্ডার মুক্তার ডিয়াখাবি কর্নার থেকে দুর্দান্ত এক হেডে বল পাঠান জালে। যদিও তার আত্মঘাতী গোলের মাধ্যমে রিয়াল একবার সমতায় ফিরতে পারত, তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে দেখা যায়, গোলের আগে অফসাইড অবস্থানে ছিলেন এমবাপ্পে।

বিরতির পর অবশ্য রিয়াল ঘুরে দাঁড়ায়। জুড বেলিংহামের ফ্লিক থেকে বল পেয়ে গোল করে ভুল একপ্রকার পুষিয়ে দেন ভিনিসিয়ুস। এরপর একের পর এক আক্রমণ চালায় লস ব্লাঙ্কোসরা—একবার অল্পের জন্য মিস করেন এমবাপ্পে, আবার দুর্দান্ত এক শট ঠেকান মামারদাশভিলি, যিনি রীতিমতো দেয়াল হয়ে দাঁড়ান রিয়ালের সামনে।

কিন্তু বার্নাব্যুর দর্শকদের জন্য সবচেয়ে বড় ধাক্কা আসে যোগ করা সময়ের শেষ মুহূর্তে। দ্রুত কাউন্টার অ্যাটাকে দুর্দান্ত এক ক্রস থেকে হেডে গোল করে ভ্যালেন্সিয়াকে জয় এনে দেন হুগো দুরো।

এই হারের ফলে শিরোপা লড়াইয়ে বড় ধাক্কা খেল রিয়াল। পয়েন্ট হারানোর এই সুযোগ কাজে লাগিয়ে বার্সেলোনা এগিয়ে যেতে পারে লা লিগা টেবিলে। ম্যাচ শেষে ভক্তরা যেমন হতাশ, তেমনি ফুটবল বিশ্লেষকদের আলোচনায় ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন—মাঠে থাকার পরও কেন পেনাল্টি শট থেকে দূরে ছিলেন কিলিয়ান এমবাপ্পে?

বার্নাব্যুতে এমন এক রাতে, যেখানে জয় খুব দরকার ছিল রিয়ালের, সেখানেই ভিনিসিয়ুসের ব্যর্থতা আর এমবাপ্পেকে নিয়ে সিদ্ধান্তহীনতা হয়তো শিরোপার দৌড় থেকে পিছিয়ে দিল লস ব্লাঙ্কোসদের।

আরএ

Share this news on:

সর্বশেষ

img
ঈদের ছুটি শেষে বাংলাবান্ধা দিয়ে নেপালে গেল ২৫২ মেট্রিক টন আলু Apr 06, 2025
img
যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে সরকারের সঙ্গে বৈঠকে আশ্বস্ত ব্যবসায়ীরা Apr 06, 2025
img
রাজশাহীতে ৮ তলা ভবনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল আমেরিকা প্রবাসী তরুণীর Apr 06, 2025
img
মাঝ সমুদ্রে পাকিস্তানির প্রাণ বাঁচাল ভারতীয় নৌবাহিনী Apr 06, 2025
img
চমকে দিয়ে পিরামিডের সামনে হাঁটু গেড়ে প্রপোজ করে রাজীব: মেহজাবীন Apr 06, 2025
img
যে বিশেষ পানীয় পানে দীপিকার ত্বক এত উজ্জ্বল Apr 06, 2025
img
কক্সবাজারে রেল ক্রসিংয়ে প্রাণ গেল এক মোটরসাইকেল আরোহীর Apr 06, 2025
img
সংস্কারের চিন্তা বাদ দিয়ে নির্বাচনের পথে আসেন : নজরুল ইসলাম খান Apr 06, 2025
img
রাতেই ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত Apr 06, 2025
img
সারা দেশে কর্মসূচি ছাত্রদলের Apr 06, 2025