ছুটি কাটিয়ে স্বস্তিতে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ

ঈদুল ফিতরের লম্বা ছুটি শেষ হচ্ছে আজ শনিবার। আগামীকাল রোববার (৬ এপ্রিল) থেকে শুরু হবে কর্মদিবস। ছুটির শেষ দিনে হাজার হাজার মানুষ ঢাকায় ফিরছেন। এবারের ঈদে দুর্ভোগহীন ও স্বস্তির সঙ্গে ঢাকা ছাড়েন নগরবাসী। সেই ধারাবাহিকতায় ফেরার পথেও সেই স্বস্তি অব্যাহত আছে।

ছুটির শেষ দিনেও ঢাকামুখি যাত্রীদের কোথাও বড় ধরনের কোনো দুর্ভোগের খবর পাওয়া যায়নি। তবে অন্য দিনের তুলনায় আজ ঢাকামুখি যাত্রীদের অতিরিক্ত চাপ লক্ষ্য করা গেছে।  

শনিবার (৫ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত গাবতলী বাস টার্মিনালে দেখা যায়, স্বজনদের সঙ্গে ঈদ কাটিয়ে ঢাকায় ফিরছেন অনেক কর্মজীবী। সবার সঙ্গে পরিবারের লোকজন ও ব্যাগপত্র। তারা জানিয়েছেন, আসতে পথে কোথাও দুর্ভোগে পড়তে হয়নি তাদের। এতে তাদের চেহারায় স্বস্তির ছাপ লক্ষ্য করা গেছে।

নওগাঁ থেকে আসা এসআর পরিবহনের এক স্টাফ বলেন, ঈদের পরের প্রথম দুই দিন খুব অল্প যাত্রী নিয়ে ঢাকায় আসতে হয়েছে। তবে ৪ ও ৫ তারিখের টিকিট সব আগে থেকে বুকড ছিল। আর আজ ছিল সবচেয়ে বেশি যাত্রীর চাপ।

চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী গ্রামীণ ট্রাভেলসের স্টাফ বলেন, ঈদের ছুটির সবচেয়ে বেশি চাপ আজকের দিনে। ঈদের আগে থেকে এই দিনের টিকিটের চাহিদা ছিল প্রচুর। তবে আমরা সময় মতো সব বাস ছাড়তে পারছি, এটাই আনন্দের। এবার ঈদে যাত্রীদের সেবায় আমরা সবচেয়ে বেশি কাজ করেছি।

কুড়িগ্রাম থেকে পরিবারসহ ঢাকায় ফিরেছেন এক যাত্রী। তিনি বলেন, এবার ঈদের যাত্রায় কোনো ভোগান্তি নেই। টিকিট কাটা ছিল। সময় মতো বাসে এসে উঠেছি, আর ভালোভাবেই গন্তব্যে এলাম। তবে যমুনা সেতুর আগে একটু যানজট ছিল। তবে সেটা খুব বেশি না।

এক বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থী বলেন, এবার ঈদে তেমন কোনো ঝামেলা হয়নি। আগাম টিটিক কাটার সময় একটু কষ্ট হয়েছিল। কিন্তু সেটার কারণে যাওয়া-আসা খুবই সুবিধার হয়েছে।

এসএম/এসএন

Share this news on:

সর্বশেষ

img
এনসিপির কমিটি গঠনে জেলা-উপজেলা আহ্বায়কের বয়স নির্ধারণ Apr 19, 2025
img
মগবাজার রেললাইনে বাস, অল্পে রক্ষা পেলেন অর্ধশতাধিক যাত্রী Apr 19, 2025
img
জায়েদ খানকে ‘গুলিস্তানের সালমান খান’ বলে কটাক্ষ Apr 19, 2025
img
উর্বশীর বিস্ময়কর দাবিতে রেগে গেলেন পুরোহিতরা! Apr 19, 2025
img
কোন মানুষ নয় এবার শুক্রাণুদের দৌড় প্রতিযোগিতা আয়োজিত হবে! Apr 19, 2025
img
পররাষ্ট্রনীতিতে পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ : ভারতীয় বিশেষজ্ঞ Apr 19, 2025
img
পতন হবে ডলারের, একঘরে হচ্ছে আমেরিকা! Apr 19, 2025
img
ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন Apr 19, 2025
img
ফিলিস্তিনের পক্ষে অবস্থান মানেই আমেরিকার চোখে হুমকি Apr 19, 2025
img
রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশি যুবক নিহত Apr 19, 2025