নিউজিল্যান্ডে সৈকতে আটকে পড়া ১৪৫ তিমির মৃত্যু

নিউজিল্যান্ডে ম্যাসন উপসাগরের তীরে আটকে পড়ে ১৪৫ তিমির মৃত্যু হয়েছে। উপকূলের রকিউরা থেকে স্টুয়ার্ট দ্বীপের সমুদ্র সৈকতের ৩০ কিলোমিটারজুড়ে তিমির মরদেহগুলো পড়ে থাকতে দেখা যায়। শনিবার রাতে জনমানবশূন্য এই উপকূলে তিমিগুলোকে প্রথম দেখতে পান স্থানীয় এক বাসিন্দা।

নিউজিল্যান্ডে ‘তিমি মরা’ এটাই প্রথম নয়। এক দশকে প্রায় প্রতিবছরই দেশটিতে তিমিকুলের গণমৃত্যু ঘটছে। তবে ঠিক কী কারণে বিপুল সংখ্যক তিমি ও ডলফিন মারা যাচ্ছে, তা এখনও অজানা। ধারণা করা হয়, অসুস্থতার পাশাপাশি জোয়ার কিংবা শিকারির ধাওয়া খেয়ে সৈকতে এসে মারা যায় তিমিগুলো। খবর বিবিসির।

তিমি রক্ষণাবেক্ষণের সঙ্গে জড়িত নিউজিল্যান্ডের মাওরি সম্প্রদায় কাজ করে থাকে। তারা বলছে, তিমিদের উদ্ধারের কোনও উপায় ছিল না। দুঃখজনকভাবে তাদের মারা যেতে দেয়া হয়।

এদিকে মারা যাওয়া তিমিদের সৈকতের বালুতে চাপা দেয়া হয়েছে।

Share this news on: