শেখ হাসিনার ভুলে ৫৭ সেনা কর্মকর্তা খুন হন : আমানউল্লাহ আমান

‘শেখ হাসিনার ভুলে ৫৭ জন সেনা কর্মকর্তা খুন হয়েছেন। সেদিন বাংলাদেশ সেনাবাহিনীকে অপারেশনের অনুমতি দিলে এবং বিদ্রোহীদের সাধারণ ক্ষমার ঘোষণা না দিলে এই হত্যাকাণ্ড ঘটত না।’ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে ঢাকার কেরানীগঞ্জের আটিবাজারে শাক্তা ইউনিয়ন বিএনপি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, ‘দেশে হাসিনার রাজনীতি করার অধিকার নেই।

হাসিনা ও তার এমপি-মন্ত্রী-নেতাদের বাংলার মাটিতে বিচার হবে। বিএনপি নেতা ইলিয়াস আলীসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সাধারণ ছাত্র-জনতা হত্যার দায়ে শেখ হাসিনার ফাঁসি হবে। কেউ তাদের রক্ষা করতে পারবে না।’

তিনি বলেন, ‘বিজয় আমাদের সুনিশ্চিত।

তাই আপনারা তৃণমূলের কাছে যান, তাদের কথা শুনুন, যেখানে অন্যায় দেখবেন তার লাগাম টেনে ধরুন, সে যদি আমাদের দলের বড় নেতাও হয় কোনো ছাড় নয়।’

ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন মন্টুর সভাপতিত্বে ও থানা বিএনপির দপ্তর সম্পাদক জানে আলম সুমনের সঞ্চালনায় বক্তব্য দেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।

এ সময় অন্যদের মধ্য উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সিনিয়র সহসভাপতি শামিম হাসান, সহসভাপতি হাজী রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, কোষাধ্যক্ষ তারেক ইমাম বাবুল, সদস্য জাহিদ হোসেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল্লাহ সেলিম প্রমুখ।

এসএম/এসএন

Share this news on: