পৌরাণিক আখ্যান আর আধুনিক প্রযুক্তির মিশেলে ভারতীয় সিনেমা এবার নতুন ইতিহাস গড়তে চলেছে। পরিচালক নীতেশ তিওয়ারি যখন রামায়ণের মতো মহাগল্প নিয়ে ছবি বানানোর পরিকল্পনা করেছিলেন, তখন থেকেই কৌতূহল তুঙ্গে ছিল সিনেপ্রেমীদের মধ্যে। আর এবার সেই কৌতূহলের বাস্তব রূপ প্রকাশ পাচ্ছে। আগামী ৩ জুলাই ডিজিটালি উন্মোচিত হতে চলেছে বহু প্রতীক্ষিত রামায়ণ সিনেমার লোগো। শুরু হচ্ছে এই বিশাল ক্যানভাসের আনুষ্ঠানিক সফর।
এই ছবিকে ঘিরে দর্শকদের উত্তেজনার একটি বড় কারণ এর তারকাবহুল কাস্ট। রণবীর কাপুরকে দেখা যাবে ভগবান রামের ভূমিকায়। তাঁর পাশে সীতা হিসেবে থাকছেন দক্ষিণ ভারতের মেধাবী অভিনেত্রী সাই পল্লবী। রাবণের চরিত্রে থাকছেন যশ, যাঁর আগের কেজিএফ পারফরম্যান্স আজও মানুষের মনে গেঁথে আছে। হনুমানের চরিত্রে দেখা যাবে সানি দেওলকে এবং লক্ষ্মণের চরিত্রে রয়েছেন রবি দুবে।
তবে শুধু তারকা নয়, নির্মাণেও থাকছে বড় চমক। প্রযোজক নামিত মালহোত্রা জানিয়েছেন, এটি একটি ভারতীয় গল্প হলেও এর দর্শক গোটা বিশ্ব। রামায়ণের আধ্যাত্মিক ও নৈতিক দিকগুলো তুলে ধরা হবে এক আধুনিক ভিজ্যুয়াল ভাষায়। ২০২৬ সালের দীপাবলিতে মুক্তি পাবে পার্ট ১, আর ঠিক পরের বছর দীপাবলিতেই আসবে পার্ট ২। ছবির জন্য ইতিমধ্যেই একটি তিন মিনিটের টিজার তৈরি হয়েছে, যা দর্শকদের কল্পনাকে বাস্তবে রূপ দিতে সক্ষম বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
লোগো প্রকাশের দিন থেকেই শুরু হবে এক মহাযাত্রা। শুধু একটি সিনেমা নয়, বরং এক সাংস্কৃতিক আন্দোলন হয়ে উঠতে চলেছে রামায়ণ। ভারতের গল্প এবার উঠে আসবে বিশ্ব দরবারে — এক নতুন আঙ্গিকে, এক নতুন ব্যাখ্যায়।
এসএন