বলিউডের অন্যতম জনপ্রিয় অনস্ক্রিন জুটি রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন। তাদের পর্দার রসায়নের পাশাপাশি ব্যক্তিগত সম্পর্কও ছিল চর্চার কেন্দ্রবিন্দুতে। শোনা যায়, রণবীরের প্রেমে গভীরভাবে জড়িয়ে পড়েছিলেন দীপিকা।
তবে সম্পর্কের মাঝে রণবীরের মন নাকি গিয়েছিল ক্যাটরিনা কাইফের দিকে, যার ফলে ভাঙন ধরে রণবীর-দীপিকার মধ্যে। সম্পর্ক শেষ হলেও একসঙ্গে পর্দায় ফিরেছেন তারা— ‘তামাশা’ ও ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র মতো ছবিতে তাদের রসায়ন আবারও মন কেড়েছে দর্শকদের। অনেকেই মনে করেন, দীপিকার রণবীরের প্রতি আবেগ সেই চরিত্রগুলোতে স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে।
বর্তমানে স্ত্রী আলিয়া ভাট ও মেয়েকে নিয়ে সুখেই দিন কাটছে রণবীরের। আবারও আলিয়ার সঙ্গে জুটি বাঁধছেন তিনি সঞ্জয় লীলা ভানসালির পরবর্তী প্রজেক্ট ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে। তবে গুঞ্জন রয়েছে, এই ছবিতে দীপিকাও থাকছেন, যেখানে রণবীর-দীপিকাকে দেখা যাবে বেশ ঘনিষ্ঠ দৃশ্যে।
জানা গেছে, ছবিতে রণবীরের বিপরীতে ৪০ মিনিটের জন্য একটি চরিত্রে দেখা যাবে দীপিকাকে। অতিথি শিল্পী হিসেবে নাকি এই ছবিতে অভিনয় করছেন দীপিকা। সেই অতি ঘনিষ্ঠ দৃশ্যের জন্য ছবিটি দেখতে গেলে দর্শককে প্রাপ্তবয়স্ক হতে হবে।
এখনও পর্যন্ত এই বিষয়ে নিয়ে দীপিকা বা তার সহযোগী পক্ষ থেকে কিছু জানানো হয়নি। অভিনেত্রী চুক্তিপত্রে এখনও সই করেননি বলেই জানা যাচ্ছে। ‘গেহরাইয়া’ ছবিতে সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গিয়েছিল দীপিকাকে। তবে ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে তার চেয়েও বেশি সাহসী দৃশ্যে তাকে দেখা যাবে বলে জানা যাচ্ছে। দৃশ্যটি অতিরিক্ত সাহসী বলেই দীপিকা নাকি ভাবার সময় নিয়েছেন।
এসএস/এসএন