ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বোমা হামলা চলছে অব্যাহতভাবে। সম্প্রতি, দেশটি সবচেয়ে কঠিন ও অন্ধকার সময় পার করছে।
এই ঘটনায় সারা বিশ্বের মানবিক মানুষেরা চিন্তিত ও ইসরায়েলকে ধিক্কার জানাচ্ছে। কিন্তু যে মানুষগুলোর হাতে পরিস্থিতি ঠিক করার ক্ষমতা আছে তাদের বিবেকের দরজা যেন খুলছেই না!
শিল্পীরা বরাবরই অন্যায়-অবিচারের বিরেুদ্ধে রুখে দাঁড়ান। বর্তমানে সোশ্যাল মিডিয়া একটি শক্তিশালী মাধ্যম হওয়ায় গাজার ঘটনায় অনেক শিল্পীই একে প্রতিবাদের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছেন।
তাদেরই একজন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিকা আমিন। তিনি গাজার ওপর এমন বর্বরতায় জাতিসংঘের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।
তিনি আজ (রবিবার) ফেসবুকে একটি স্ট্যাটাস শেয়ার করে জাতিসংঘের প্রতি তার ক্ষোভ উগরে দিয়েছেন। পাঠকের জন্য তা হুবহু তুলে ধরা হলো-
তানজিকা আমিন
‘‘গাজার স্বাস্থ্য মন্ত্রী বলেছেন গত ২৪ ঘন্টায় ইজরায়েল গাজা পট্টীতে এত ভয়ানক বোমাবর্ষণ করেছে যাতে ৮৬ জনের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছে এবং ২৮০ জনের বেশি জখম হয়েছে।
ফিলিস্তিনি সাংবাদিক আবু ইলিয়াস ফেসবুকে লিখেছেন, ‘সামান্য ক্ষণ বাকি আছে গাজার নাম নিশান মিটিয়ে দেওয়া হবে, তোমরা আমাদেরকে শুধু জান্নাতে পাবে। খোদা হাফেজ তাদের সবাইকে যাদেরকে (জালিম আরব) বলা হবে।’
গাজায় এক ফিলিস্তিনি মেয়ে লিখেছে, ‘আমাদের খবর আর তোমাদের পেরেশানি করবে না, সামান্য ক্ষণের ব্যাপার আর, ব্যস তারপর সব শেষ হয়ে যাবে"- আল্লাহ তাদেরকে যেন ক্ষমা না করেন, যারা আমাদের উপর অত্যাচারে চুপ করে আছে।’
এক ফিলিস্তিনি শেখ বলেছেন, ‘আমি এখনি আমার মেয়েকে দাফন করে এলাম শুধু ধড়টাকে, আমার মেয়ের মাথা খুঁজে পাইনি।’
ইয়া আল্লাহ রহম করুন।’’
আরএ