আমেথিতে রাহুল হারলে রাজনীতি ছাড়বেন বলেছিলেন সিধু

ভারতের উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্মৌ থেকে ১৩০ কিলোমিটার দূরে আমেথির অবস্থান। কংগ্রেস ও গান্ধী পরিবারের ঘাঁটি হিসেবে পরিচিত আমেথি।

সেখানেই বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির কাছে হেরে গেছেন কংগ্রেস দলের প্রধান রাহুল গান্ধী। স্মৃতির এই জয়কে অনেকেই অবিশ্বাস্য বলে ভাবছেন। ২০১৪ সালে রাহুল গান্ধীর কাছে তিনি পরাজিত হন।

রাহুল গান্ধীর আমেথিতে হারের পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধু।

নেটিজেনদের প্রশ্ন, 'সিধু কি রাজনীতি ছাড়ছেন?' তাদের দাবি, পাঞ্জাবের এই মন্ত্রী নাকি বলেছিলেন, রাহুল গান্ধী আমেথিতে হারলে, তিনি রাজনীতি ত্যাগ করবেন।

টুইটার খুললে দেখা যাবে, পাঞ্জাবের তারকা-রাজনীতিককে রাজনীতি ছাড়ার কথা মনে করিয়ে দিচ্ছেন ভারতের নেটিজেনদের অধিকাংশ। টপ ট্রেন্ডিংয়ে উঠে এসেছে সিধুর নাম।

ইকনোমিক টাইমসের প্রতিবেদন শেয়ার করেও সিধুকে মনে করিয়ে দেয়া হচ্ছে, তার প্রতিশ্রুতির কথা।

২০১৯ সালের এপ্রিলে নভজ্যোৎ সিং সিধু ঘোষণা করেছিলেন, রাহুল গান্ধী আমেথি আসনে স্মৃতি ইরানির কাছে হেরে গেলে, রাজনীতি থেকে সরে যাবেন পাঞ্জাবের এই মন্ত্রী। ইরানি যে কংগ্রেস সভাপতিকে কঠিন লড়াই দিতে পারেন, এই ধারণাও নস্যাৎ করেছিলেন সিধু।

গুগলে গিয়ে 'রাহুল গান্ধী আমেথিতে হারলে সিধু রাজনীতি ছাড়বেন' সার্চ করলে সেই সংক্রান্ত বহু খবর ও ভিডিও মিলবে।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ