পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে দেশের দ্বিতীয় বৃহত্তম সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
রোববার (৬ এপ্রিল) সকালে সোনা মসজিদ স্থলবন্দর পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাঈনুল ইসলাম জানান, গত ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ঈদুল ফিতরের ছুটির কারণে এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। তবে আজ থেকে, ঈদের ছুটি শেষে, বাংলাদেশ-ভারতের মধ্যে বন্দরটির আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। ভারতীয় ট্রাকগুলি সকাল থেকে আমদানি পণ্য নিয়ে বন্দরে প্রবেশ করছে।
সোনা মসজিদ ইমিগ্রেশন ইনচার্জ (উপপরিদর্শক) মো. জামিরুল ইসলাম জানান, ঈদের ছুটির সময়ে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।
এসএস/এসএন