লিগ টেবিলের ১৫তম দলের বিপক্ষে হারলো রিয়াল মাদ্রিদ। তাতে বার্সেলোনার সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান গিয়ে দাঁড়ালো ৪। হাতে আর খুব বেশি ম্যাচ নেই। এমন সময় পয়েন্ট হারানো যে শিরোপার দৌড় থেকেও দূরে ঠেলে দিলো, সেটাই অকপটে স্বীকার করলেন কোচ কার্লো আনচেলত্তি। তবে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার বার্তাও দিয়ে রাখলেন তিনি।
লা লিগায় শনিবার (৫ এপ্রিল) রাতে যোগ করা সময়ে গোল হজম করে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছে রিয়াল। ফলে বার্সার ড্রয়ের দিনে পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগটা হাতছাড়া হলো লস ব্লাঙ্কোদের।
৩০ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৬৩। সমান ম্যাচে লিগ টেবিলের শীর্ষে থাকা বার্সার পয়েন্ট ৬৭। হাতে আছে আর ৮ ম্যাচ। সেখানে নিজেরা ভুল তো করাই যাবে না, প্রার্থনা করতে হবে বার্সাও যেন পয়েন্ট খোয়ায়। আপাততদৃষ্টিতে লিগ শিরোপা জয়টা কঠিন-ই হয়ে গেল রিয়ালের জন্য।
সংবাদ সম্মেলনে হাজির হয়ে রিয়াল কোচ আনচেলত্তি বলেন, ‘লিগ জেতা এখন কঠিন হয়ে গেল। কিন্তু শেষ পর্যন্ত আমাদের সবকিছু ঠিকভাবে চালিয়ে যেতে হবে। আমরা কিছু অপশন থেকে দূরে। তবে এটা নিশ্চিত, শেষ পর্যন্ত আমরা লড়াই করে যাব।’
ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের দশম মিনিটে পেনাল্টি পেয়েছিল রিয়াল। তবে সুযোগ কাজে লাগাতে পারেননি ভিনিসিউস জুনিয়র। মিস করে হতাশায় ডুবিয়েছেন সান্তিয়াগো বার্নাব্যুর সমর্থকদের।
রিয়াল কোচ বলেন, ‘আমরা এর আগেও অনেকগুলো মিস করেছি। বেলিংহ্যাম, এমবাপ্পে এবং ভিনি মিস করেছে। আমি ভিনিকে সাহস দেয়ার চেষ্টা করেছি, কিন্তু সে মিস করেছে।’
পরের ম্যাচগুলোতে ভিনির পরিবর্তে আবার এমবাপ্পেকে পেনাল্টি নিতে দেয়া হবে কি না, এমন প্রশ্নে আনচেলত্তির উত্তর, ‘আমরা সেটা ভেবে দেখব।’
পরের ম্যাচগুলোতে ভুল না করলে লিগ জেতার সুযোগ থাকবে রিয়ালের সামনে। বড় পরীক্ষাটা দিতে হবে ১১ মে বার্সার বিপক্ষে। বাকি ম্যাচগুলোতে পয়েন্ট না খোয়ালে ওই এল ক্লাসিকো ম্যাচেই নির্ধারণ হতে পারে লা লিগার এবারের মৌসুমের শিরোপা।
এসএন