মা হারালেন জ্যাকলিন ফার্নান্দেজ

বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তার প্রিয় মা কিম ফার্নান্দেজ। পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থতায় ভুগছিলেন।

জ্যাকলিনের ঘনিষ্ঠ এক সূত্র জানায়, মায়ের সঙ্গে তাঁর ছিল গভীর আত্মিক সম্পর্ক। মায়ের মৃত্যুর খবরে মানসিকভাবে ভেঙে পড়েছেন এই অভিনেত্রী। বর্তমানে তিনি পরিবারের পাশে সময় কাটাচ্ছেন এবং সকলের কাছে প্রার্থনার অনুরোধ জানিয়েছেন।

শ্রীলঙ্কা বংশোদ্ভূত জ্যাকলিন বহু বছর ধরেই বলিউডে কাজ করছেন। মুম্বাইয়ে কর্মব্যস্ত জীবন কাটালেও মায়ের সঙ্গে ছিল তাঁর নিয়মিত যোগাযোগ। নানা সাক্ষাৎকারে তিনি মায়ের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেছেন।

মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বলিউডের অনেক সহকর্মী ও অনুরাগীরা। সোশ্যাল মিডিয়াতেও শোকবার্তার বন্যা বইছে। সকলেই জ্যাকলিন ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন।


এসএস/এসএন

Share this news on: