বলিউডে যেন দেব-দেবীর মেলবন্ধন! সদ্য 'আদিপুরুষ' ছবিতে ভগবান রামের চরিত্রে অভিনয় করা দক্ষিণী সুপারস্টার প্রভাস সম্প্রতি দেখা করলেন বলিউডের অ্যাকশন হিরো সানি দেওলের সঙ্গে, যিনি নীতেশ তিওয়ারির পরবর্তী "রামায়ণ" ছবিতে পালন করছেন ভগবান হনুমানের চরিত্র।
২০২৬ সালের দীপাবলিতে মুক্তি পেতে চলেছে এই বহুল প্রতীক্ষিত "রামায়ণ", যেখানে ভগবান রামের চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে এবং সীতার চরিত্রে থাকছেন সাই পল্লবী। আর সেই ছবির অন্যতম আকর্ষণ হতে চলেছেন সানি দেওল, তাঁর বজরঙ্গী রূপে। এই মুহূর্তে তারকারা ছবির প্রস্তুতিতে ব্যস্ত, আর তারই ফাঁকে প্রভাস ও সানি দেওলের সাক্ষাৎ যেন এক আবেগঘন মুহূর্ত তৈরি করল।
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার ছবি, আর অনুরাগীরা মনে মনে প্রার্থনা করছেন—যদি এই দুই মহারথীকে একসঙ্গে কোনও ছবিতে দেখা যায়! প্রভাসের স্টারডম ও সানির দুর্দান্ত স্ক্রিন প্রেজেন্স—দু'জনে যদি একসঙ্গে আসেন, তাহলে যে ছবির বক্স অফিসে ঝড় উঠবে, তা বলাই বাহুল্য।
এখন দেখার, ভবিষ্যতে কোনও প্রজেক্টে তাঁদের জুটি বাঁধা হয় কি না! আপাতত, রামায়ণকে ঘিরে দর্শকদের কৌতূহল তুঙ্গে।
এসএন