দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ঈদুল ফিতর-পরবর্তী প্রথম কার্যদিবস গতকাল রবিবার মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন। তবে কমেছে বেশির ভাগ কম্পানির শেয়ারদর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স ১৩.৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫২০৫ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াসূচক ডিএসইএস ০.২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১৬৭ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ১৪.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯২৯ পয়েন্টে। এদিন ডিএসইতে মোট ৪১৫ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩১৫ কোটি ৯ লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হওয়া ৩৯৭টি কম্পানির মধ্যে দাম বেড়েছে ১০১টির, কমেছে ২৬২টির; অন্যদিকে অপরিবর্তিত রয়েছে ৩০টি কম্পানির বাজারদর।
এসএন