ঢাকা শহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

আজ রবিবার(৬ এপ্রিল) সকালে রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেট থেকে বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এই হঠাৎ আয়োজিত মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

মহানগর আওয়ামী লীগের ব্যবস্থাপনায় আয়োজিত এ মিছিলে রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মিছিলটি নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মোরাদ। নেতাকর্মীরা এ সময় দলীয় স্লোগানে মুখরিত করেন পুরো পথ।

মিছিলে মহানগরের বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ নেতাদের উপস্থিতি লক্ষ্য করা যায়, যা দলীয় সংগঠনের মধ্যে দ্রুত সমন্বয়ের সক্ষমতাও তুলে ধরে।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ