জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য (SDGs) অর্জন, প্রবাসীদের সমৃদ্ধি ও প্রবৃদ্ধি নিশ্চিত করা এবং কনটেন্ট নির্মাতা, উদ্যোক্তা ও মিডিয়া পেশাজীবীদের সংযুক্ত করতে বাংলানেক্সট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। এটি বিশ্বব্যাপী বাংলাদেশিদের জন্য গঠিত সর্ববৃহৎ সামাজিক নেটওয়ার্ক।
শনিবার, (৫ এপ্রিল) সন্ধ্যায় দুবাইয়ের ‘সেভেন সিস’ পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক প্রেস ব্রিফিং ও মতবিনিময় সভায় এ উদ্যোগের ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ রায়হান আব্দুল্লাহ, ভারপ্রাপ্ত সদস্য সচিব বাঁধন আহমেদ, কার্যনির্বাহী সদস্যবৃন্দ এবং সংযুক্ত আরব আমিরাতের গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিরা।
বক্তারা জানান, বাংলানেক্সটের উদ্দেশ্য হলো বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের একটি প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্মে একত্রিত করা। এখানে কনটেন্ট নির্মাতা, উদ্যোক্তা ও মিডিয়া পেশাজীবীরা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জ্ঞান, সম্পদ ও সুযোগের বিনিময়ের সুযোগ পাবেন।
আয়োজকদের আশা, বাংলানেক্সট বাংলাদেশ ও প্রবাসীদের মধ্যে কার্যকর সেতুবন্ধন গড়ে তুলবে এবং প্রবাসীদের মেধা ও সম্পদ দেশের উন্নয়নে কাজে লাগাবে।
অনুষ্ঠানে অতিথি ও সাংবাদিকরা এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা ভবিষ্যতে সম্মিলিতভাবে কাজ করার আশ্বাস দেন। বক্তারা আরও আশাবাদী যে, বাংলানেক্সট দ্রুতই বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠবে এবং একটি সফল ও স্থায়ী প্ল্যাটফর্মে রূপান্তরিত হবে।
টিএ/