গাজায় হত্যাযজ্ঞের বিরুদ্ধে শোবিজ তারকাদের প্রতিবাদ: বিশ্ব নেতাদের কি কোনো দায়িত্ব নেই?
মোজো ডেস্ক 11:48AM, Apr 07, 2025
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের অবরোধ এবং নির্বিচার হামলা অব্যাহত রয়েছে। ১৮ মার্চ যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করার পর গাজায় পুনরায় ভয়াবহ আক্রমণ চালায় ইসরায়েলি সেনারা। এতে, হতবাক হয়ে বিশ্ব মানবতা এবং শোকের ছায়া নেমে আসে। শোবিজ অঙ্গনের তারকারাও গাজাবাসীদের প্রতি তাদের সহানুভূতি প্রকাশ করেছেন।
অভিনেত্রী জয়া আহসান, গায়িকা আসিফ আকবর, অভিনেতা সিয়াম এবং সাদিয়া আয়মানসহ অনেকেই সোশ্যাল মিডিয়ায় গাজার পরিস্থিতি নিয়ে নিজেদের হৃদয়ভাঙা অনুভূতি শেয়ার করেছেন। জয়া আহসান ইসরায়েলের বর্বরতার সমালোচনা করে বলেন, “পৃথিবীকে তারা ফিলিস্তিনিশূন্য করার চেষ্টা করছে। শিশুহত্যা, নারীহত্যা এবং গণহত্যার এই চিত্র আমাদের চোখের সামনে চলতে থাকতে পারে?”
এছাড়া, সিয়াম তার অনুভূতিতে লিখেছেন, “ফিলিস্তিনের জন্য আমার মনের কান্না কখনো থামাতে পারিনি। আমরা কি শিশুদের জন্য সুন্দর পৃথিবী উপহার দিতে পারব না?” গায়ক আসিফ আকবর গাজার শহীদদের নিয়ে আবেগপ্রবণভাবে লিখেছেন, “শ্রেষ্ঠ ধর্মের অনুসারী এবং তাদের নিকৃষ্ট শাসকরা আনন্দে থাকুক জ্বলন্ত জমিনের দোজখে।”
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলার কারণে একদিনেই অর্ধশতাধিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটে, এবং এখন পর্যন্ত নিহতের সংখ্যা প্রায় ৫০ হাজার ৭০০ জনে পৌঁছেছে।