ইসরায়েলের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী চলমান ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশের নানা স্তরের মানুষ অংশ নিচ্ছেন ধর্মঘটে। সেই তালিকায় এবার যুক্ত হলেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
সোমবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে তিনি জানান, আজ তিনি কাজে যাচ্ছেন না। পোস্টে সংক্ষেপে লেখেন—
"কাজ নেই, স্কুল নেই। আজ কাজে যোগ দিচ্ছি না।"
পোস্টটির সঙ্গে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা সংযুক্ত করে তিনি ফিলিস্তিনিদের পাশে থাকার বার্তা দেন এবং সংহতি জানান বিশ্বব্যাপী চলমান প্রতিবাদের সঙ্গে।
এর আগে দেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনও কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল, মানববন্ধন ও ধর্মঘট পালন করেছে। ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় প্রতিদিন বেড়েই চলেছে প্রাণহানির সংখ্যা। এই পটভূমিতে বিশ্বের নানা দেশের মতো বাংলাদেশ থেকেও প্রতিবাদ ও সংহতির ঢেউ ছড়িয়ে পড়ছে সবখানে।
এসএস/এসএন