ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) নবম রাউন্ডের দ্বিতীয় দিনের খেলা চলছে। আজ সোমবার তিন ভেন্যুতে মাঠে গড়িয়েছে ৬ দলের খেলা। যেখানে বিকেএসপির ৩ নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে মুখোমুখি হয় পারটেক্স স্পোর্টিং ক্লাব। রূপগঞ্জের কাছে পাত্তাই পায়নি আলাউদ্দিন বাবুর দল, হেরেছে ১০ উইকেটের ব্যবধানে।
র্টিং ক্লাব। রূপগঞ্জের কাছে পাত্তাই পায়নি আলাউদ্দিন বাবুর দল, হেরেছে ১০ উইকেটের ব্যবধানে।
শুরুতে ব্যাট করতে নেমে মুখ থুবড়ে পড়েছে পারটেক্স। দুই ওপেনার জয়রাজ শেখ এবং জসিম উদ্দিন রান পাননি। পরে রুবেল মিয়ার ৪১ রান এবং আহরার আমিন পিয়ানের ২৪ রানে ভর করে ১২৯ রানেই শেষ হয় পারটেক্সের ইনিংস। রূপগঞ্জের হয়ে ৪ উইকেট সংগ্রহ করেন শেখ মেহেদী হাসান। এ ছাড়া ২টি করে উইকেট লাভ করেন রেজাউর রহমান রাজা এবং শরিফুল ইসলাম।
ছোট রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই দুর্দান্ত ছিলেন রূপগঞ্জ ওপেনার তানজিদ হাসান তামিম। এক প্রান্তে সাইফ হাসান যোগ্য সঙ্গ দিতে থাকেন তামিমকে। অন্য প্রান্তে ব্যাট হাতে রীতিমত তাণ্ডব চালাতে থাকেন তামিম। এক সময় তুলে নেন অর্ধ-শতক। পরে চার ছক্কার ফুলঝুরিতে পৌঁছে যান সেঞ্চুরির দ্বারপ্রান্তে।
শেষ পর্যন্ত ৫৯ বলে ১০৩ রানে অপরাজিত থাকেন তামিম। সাইফ হাসান অপরাজিত থাকেন ৫৩ বলে ২৬ রান করে। রূপগঞ্জ জয় লাভ করে ১৮ ওভার ৩ বলে, ১০ উইকেটের ব্যবধানে। ম্যাচসেরা নির্বাচিত হন তানজিদ হাসান তামিম।
এমআর/টিএ