মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর নতুন করে অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। কয়েক দিন আগে নতুন করে বিভিন্ন দেশের ওপর মার্কিন শুল্ক আরোপের কারণে ইতোমধ্যে বিশ্ববাজার থেকে কয়েক ট্রিলিয়ন ডলার উধাও হয়ে গেছে। এর মাঝে চীনের বিরুদ্ধে অতিরিক্ত শুল্ক আরোপে ট্রাম্পের ঘোষণায় বাণিজ্য যুদ্ধের সম্ভাবনা আরও বৃদ্ধি পেয়েছে।
সোমবার (৭ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, যদি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর চাপিয়ে দেওয়া ৩৪ শতাংশ শুল্ক প্রত্যাহার না করে, তাহলে আগামী বুধবার চীন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের আমদানিতে অতিরিক্ত ৫০ শুল্ক আরোপ করবেন তিনি।
ট্রাম্প চীনা পণ্যের মার্কিন আমদানির ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপ করায় বেইজিংয়ের পক্ষ থেকে মার্কিন পণ্যের ওপর একই হারের শুল্ক ঘোষণা করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, আমাদের সঙ্গে তাদের অনুরোধে নির্ধারিত বৈঠকে চীনের সঙ্গে সব ধরনের আলোচনার সম্ভাবনার অবসান ঘটেছে।
মার্কিন প্রেসিডেন্টের চীনা পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকিতে আবারও অস্থিতিশীল হয়ে উঠেছে বিশ্ব অর্থনৈতিক বাজার। শনিবার বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজার যুক্তরাষ্ট্রের সমস্ত আমদানিতে ১০ শতাংশ শুল্ক কার্যকর করা হয় এবং আগামী বুধবার থেকে কিছু দেশের পণ্যের ওপর ঘোষিত ৫০ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে।
ট্রাম্প ৯০ দিনের শুল্ক স্থগিতের বিষয়ে বিবেচনা করছেন, গণমাধ্যমে এমন একটি প্রতিবেদনের পর মার্কিন শেয়ারবাজারের পতনের ধারা কিছুটা বন্ধ হয়েছিল। কিন্তু হোয়াইট হাউসের পক্ষ থেকে এই সংবাদকে ভুয়া বলে জানানোর পর সোমবার মার্কিন শেয়ারবাজার আবারও নেতিবাচক ধারায় ফিরেছে। বৈশ্বিক ব্র্যান্ড এসএন্ডপির সূচক গত ফেব্রুয়ারির সোমবার সর্বোচ্চ ২০ শতাংশ পতন ঘটেছে।
মার্কিন শুল্কের ধাক্কায় এশিয়ান এবং ইউরোপীয় শেয়ারের ব্যাপক পতন দেখা গেছে। ট্রাম্প নতুন শুল্ককে মার্কিন অর্থনীতির জন্য ‘‘ওষুধ’’ হিসেবে আখ্যা দেওয়ায় দেশটির পাশাপাশি বিশ্বজুড়ে সম্ভাব্য মন্দার শঙ্কাও দেখা দিয়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিনিয়োগ ব্যাঙ্ক গোল্ডম্যান স্যাকস মার্কিন মন্দার সম্ভাবনা ৪৫ শতাংশে উন্নীত করেছে।
এসএম