ঝালকাঠিতে খালে গোসল করতে নেমে মাদরাসা ছাত্রের প্রাণ গেল

ঝালকাঠিতে খালে গোসল করতে নেমে পানিতে ডুবে মাহাদী নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সে শহরের এবায়দুল্লাহ জামে মসজিদের মুয়াজ্জিন আব্দুর রহিমের ছেলে। মাহাদী স্থানীয় একটি হেফজ মদরাসার ছাত্র।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে ঝালকাঠি সদর হাসপাতাল সংলগ্ন গুরুদাম খালে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হয় মাহাদী।

মাহাদীকে ডুবে যেতে দেখে স্থানীয় কয়েক যুবক ঝাপিয়ে পড়ে তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে নিখোঁজের দুই ঘণ্টা পর মাহাদীর মরদেহটি স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা।

ঝালকাঠি সদর থানার উপ-পরিদর্শক মিলন মল্লিক জানান, মাহাদী দুপুর সাড়ে ১২টার দিকে তিন-চার বন্ধুর সঙ্গে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা এসে উদ্ধার অভিযানে নামে।

এসময় স্থানীয়দের সহায়তায় মাহাদীর মরদেহ উদ্ধার করা হয়।

এসএম

Share this news on: