ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত পারাপারের সময় ৫ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। আটককৃতরা খুলনা, গোপালগঞ্জ ও সিলেট জেলার বাসিন্দা।
সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাঘাডাংগা বিওপির টহল দল সীমান্তে অভিযান পরিচালনা করে ৫ জন বাংলাদেশি নাগরিককে আটক করে। আটককৃতদের মধ্যে ১ জন নারী ও ৪ জন পুরুষ।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে বিজিবির প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মহেশপুর ৫৮ বিজিবির অধিনস্ত বাঘাডাংগা বিওপির বাঘাডাংগা গ্রামের আফাং মিয়ার বাড়ির মধ্যে থেকে নিয়মিত অভিযান পরিচালনা করে ৫ জন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যামে থানায় সোপর্দ করা হয়েছে।