অংশীদারিত্ব চুক্তি নিয়ে আনুষ্ঠানিক আলোচনায় বসছে বাংলাদেশ-ইইউ

অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি (পিসিএ) নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ও ইউরোপের ২৭ দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। দ্বিপক্ষীয় সম্পর্কের সব উপাদান থাকা এই চুক্তির দরকষাকষি নিয়ে চলতি সপ্তাহের শেষের দিকে ব্রাসেলসে বৈঠকটি হতে যাচ্ছে।

দুই দিনের এ বৈঠক নিয়ে ঢাকা-ব্রাসেলসের কূটনৈতিক সূত্রগুলো বলছে, আগামী ১০-১১ এপ্রিল পিসিএ নিয়ে আনুষ্ঠানিক আলোচনায় বসছে বাংলাদেশ-ইইউ। গত বছরের নভেম্বরে ঢাকায় পিসিএ নিয়ে সার্বিক আলোচনার পর এটি হবে প্রথম আনুষ্ঠানিক বৈঠক। বাংলাদেশের পক্ষে প্রধান আলোচক হিসেবে থাকবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও ইন্সপেক্টর জেনারেল অব মিশনস) মো. নজরুল ইসলাম। অন্যদিকে, ইইউর পক্ষে নেতৃত্ব দেবেন এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পাওলা পামপোলিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ৫০ বছরেরও বেশি সময়ের সম্পর্কের শুরুতে ইইউ ছিল বাংলাদেশের কাছে দাতাগোষ্ঠী (উন্নয়ন অংশীদার), যা পরবর্তী সময়ে রাজনৈতিক পর্যায়ে উন্নীত হয়। ২০০১ সালে ইইউর সঙ্গে সহযোগিতা চুক্তি করে বাংলাদেশ। সেই চুক্তিতে অর্থনীতি, উন্নয়ন, সুশাসন কিংবা মানবাধিকারের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। সময়ের ব্যবধানে ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট এবং বাংলাদেশের সক্ষমতা বেড়েছে। অবস্থান আগের চেয়ে অনেক শক্তিশালী হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে দক্ষিণ এশিয়ায় প্রথম দেশ হিসেবে পিসিএ করার আলোচনা শুরু করেছে ইইউ। প্রায় বছর দেড়েকের আলোচনার পর চুক্তিটি চূড়ান্ত হবে।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, পিসিএ নিয়ে ইইউর সঙ্গে এটা হবে প্রথম আনুষ্ঠানিক আলোচনা। এতে পূর্ণাঙ্গ প্যাকেজ তথা সম্পর্কের সব উপাদান থাকবে। ২০০১ সালে ইইউর সঙ্গে সহযোগিতা চুক্তি ছিল। এখন এটিকে উন্নীত করে কমপ্রিহেনসিভ পার্টনারশিপ অ্যান্ড কো-অপারেশন এগ্রিমেন্ট করা হচ্ছে। আগে চুক্তিতে ছিল চার-পাঁচটি উপাদান। এখন ৩৫টি উপাদান, বিস্তৃত পরিসর। বাংলাদেশ সরকারের ৫৫ এজেন্সি এর সঙ্গে যুক্ত। চুক্তির আওতায় বাণিজ্য, বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা, গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন, শ্রম অধিকার, জলবায়ু ইস্যু, এনার্জি, ফিশারিজ, ট্যালেন্ট পার্টনারশিপ, দক্ষ অভিবাসন, ইন্দো-প্যাসিফিক ইস্যু, কৃষি; মোটামুটি সব আছে এই পিসিএ-তে।

জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও ইন্সপেক্টর জেনারেল অব মিশনস) মোহাম্মদ নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, পিসিএ নিয়ে এই প্রথম আনুষ্ঠানিক দরকষাকষি শুরু হচ্ছে। এর আগে এটা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। এবার মূল আলোচনা শুরু হবে। ইইউর সঙ্গে আমাদের চুক্তিটা এখনো বলবৎ আছে সেটার প্রতিস্থাপন হবে এই পিসিএ চুক্তির মাধ্যমে। এটা হবে কমপ্রিহেনসিভ পার্টনারশিপ অ্যান্ড কো-অপারেশন এগ্রিমেন্ট। সম্প্রতি ইইউ থাইল্যান্ড, মালয়েশিয়া এবং ভিয়েতনামের সঙ্গে এই চুক্তি করেছে। দক্ষিণ এশিয়ায় প্রথম দেশ হবে বাংলাদেশ। এটি পূর্ণাঙ্গ বা চূড়ান্ত হতে প্রায় দেড় বছরের মতো সময় লাগবে।

সচিব নজরুল ইসলাম বলেন, পিসিএ-এর ফলটা হবে বিস্তৃত। অর্থাৎ ইইউর সঙ্গে বাংলাদেশের গভীর যোগাযোগ মাধ্যম হবে এটি। এর আগের চুক্তিতে একটা উচ্চতায় ছিল, এখন অন্য উচ্চতায় যাবে।

সংশ্লিষ্টরা বলছেন, পিসিএ চুক্তি চূড়ান্ত হলে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের বাজার অনেক বড় হবে। পাশাপাশি ইউরোপের বিনিয়োগকারীরা বাংলাদেশে উৎপাদনমুখী কার্যক্রম নিতে উৎসাহ পাবে। এছাড়া, ইউরোপের বাজারের মধ্যদিয়ে বাংলাদেশ বিশ্বের আরও একাধিক বাজারে প্রবেশ করার সুযোগ নিতে পারবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, গত বছরের নভেম্বরে ঢাকায় পিসিএ-র প্রাথমিক তথা বাংলাদেশ-ইইউর সম্পর্কের একটি রোডম্যাপ এবং সার্বিক বিষয়ে আলোচনা হয়। দুই দিনব্যাপী ওই আলোচনার মূল বিষয়বস্তু ছিল বাংলাদেশকে পিসিএ নিয়ে বিস্তারিত ধারণা দেওয়া। যার নেতৃত্বে দিয়েছিলেন এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পাওলা পামপোলিনি।

গত বছরের সেপ্টেম্বরে পিসিএ চুক্তির খসড়া ব্রাসেলস থেকে ঢাকায় পাঠানো হয়েছিল। এই চুক্তির আইনি কাঠামো নির্ধারণ করা হয় মানবাধিকার-বিষয়ক। চুক্তিতে সংযুক্তি, প্রতিরক্ষা, অন্তর্জাল নিরাপত্তা কাঠামোতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলার মতো উপাদান রয়েছে।

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সম্প্রসারণ ও বিকাশের লক্ষ্যে ২০২৩ সালের ২৫ অক্টোবর নতুন করে ইইউ–বাংলাদেশ অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তির বিষয়ে আলোচনা শুরুর সিদ্ধান্ত হয়। ব্রাসেলসে ওই অনুষ্ঠানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন উপস্থিত ছিলেন।

তারই ধারাবাহিকতায় গত সেপ্টেম্বরে অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তির প্রথম দফার আলোচনা শুরু হওয়ার কথা ছিল। তবে বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় পিসিএ চুক্তির আলোচনা স্থগিত করেছিল ইইউ। পরবর্তীতে গত বছরের ১৯ সেপ্টেম্বর পিসিএ চুক্তির খসড়া ঢাকায় পাঠিয়েছিল ইইউ। এর ধারাবাকিহতায় গত বছরের নভেম্বরে ঢাকায় পিসিএ-র প্রাথমিক আলোচনা হয়।

এসএম

Share this news on:

সর্বশেষ

হাসিনাকে ফেরতের অনুরোধ খতিয়ে দেখছে দিল্লি: রণধীর জয়সওয়াল Nov 27, 2025
হাসিনা, জয় ও পুতুলের প্লট দুর্নীতি মামলার রায় কাল Nov 27, 2025
খুলনায় প্রস্তুত জামায়াতের সম্ভাব্য হিন্দু প্রার্থী Nov 27, 2025
৩০০ বছরের রেকর্ড বৃষ্টি, মানুষের জীবন বিপন্ন Nov 27, 2025
নতুন জোটে এনসিপি, এবি পার্টি, আপ বাংলাদেশ, রাষ্ট্র সংস্কার আন্দোলন, Nov 27, 2025
অনলাইন হেনস্তা ও অশ্লীলতার বিরুদ্ধে সরব হুমা কুরেশি Nov 27, 2025
প্রযোজকের অভিযোগের বিরুদ্ধে তিশার স্পষ্ট অবস্থান Nov 27, 2025
টলিউডের তারকা জুটি দেব–রুক্মিণীর বিয়ে নিয়ে নতুন আলোচনা Nov 27, 2025
গান ও অভিনয়ে হতাশা প্রকাশ করলেন জেফার রহমান Nov 27, 2025
img
হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ডের ২ সদস্যকে গুলি, আটক ১ Nov 27, 2025
img
বায়ার্ন মিউনিখ ছেড়ে অন্য ক্লাবে যেতে আগ্রহী নন হ্যারি কেইন Nov 27, 2025
img
বহুবিবাহ নিষিদ্ধে বিল আসামের বিধানসভায় Nov 27, 2025
img

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

ভিতিনিয়ার দুর্দান্ত হ্যাটট্রিক, টটেনহ্যামকে ৫-৩ গোলে হারিয়ে দাপুটে জয় পিএসজির Nov 27, 2025
img

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

অ্যানফিল্ডে লিভারপুলকে ৪-১ গোলে হারাল পিএসভি Nov 27, 2025
img

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

বায়ার্ন মিউনিখকে ৩-১ গোলে হারিয়ে শীর্ষে উঠল আর্সেনাল Nov 27, 2025
img

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

রোমাঞ্চকর লড়াইয়ে অলিম্পিয়াকোসকে ৪-৩ গোলে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ Nov 27, 2025
img
‘ফার ক্রাই’ গেম এবার লাইভ-অ্যাকশন সিরিজে Nov 27, 2025
img
থাইল্যান্ডের ই-ভিসা নিয়ে দূতাবাসের নতুন নির্দেশনা Nov 27, 2025
img
একটি দল ধর্মের কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে চায়: মির্জা ফখরুল Nov 27, 2025
img
বাউল শিল্পী আবুল সরকারের সমালোচনা করলেন সংগীত শিল্পী সালমা Nov 27, 2025