প্রতিবাদ মিছিলের ভিড়ে কারা ভাঙচুর-লুটপাট করল?

গাজায় গণহত্যার প্রতিবাদে ও ফিলিস্তিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল থেকে দেশের আট জেলায় ইসরায়েলি পণ্য রাখা ও বিক্রি করার অভিযোগ তুলে অন্তত ১৬টি রেস্তোরাঁ ও শো-রুমে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এ ঘটনার পরপরই নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন এবং যারা এই ভাঙচুরের সাথে জড়িত দ্রুত তাদের গ্রেফতারের নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (৭ মার্চ) দুপুরের দিকে কক্সবাজারে পাঁচটি, চট্টগ্রামে তিনটি, সিলেটে পাঁচটি, গাজীপুরে চারটি, বরিশালে, খুলনায়, কুমিল্লায় একটি এবং বগুড়ায় একটি প্রতিষ্ঠানে হামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে এসব হামলার ঘটনায় কোনো হতাহতের সংবাদ নেই।

এদিন রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বলেন, ঢাকায় মিছিল থেকে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেনি। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য পুলিশ প্রস্তুত আছে। পাশাপাশি নিয়মিতভাবে পুলিশ নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে।

ঢাকার বাইরে বিভিন্ন জেলায় বিক্ষুব্ধ মানুষেরা ফাস্ট ফুড চেইন কেএফসি, পিৎজা হাট, বাটার মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের শো-রুমে হামলা চালিয়েছে। পাশাপাশি কোমল পানীয় কোকাকোলা, সেভেন আপ রাখায় দেশীয় প্রতিষ্ঠানও হামলার শিকার হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।

গাজায় নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে সোমবার বিশ্বব্যাপী ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশের জেলায় জেলায় শিক্ষার্থীসহ সর্বস্তরের সাধারণ মানুষ বিক্ষোভ মিছিল, স্লোগান-সমাবেশ ও ধর্মঘট পালন করেন।

সকাল থেকে সারা দেশের জেলা-উপজেলা শহর ছিল প্রতিবাদমুখর। সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে নানা শ্রেণি-পেশার মানুষ যার যার অবস্থান থেকে পথে নেমে এসে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের প্রতি সংহতি জানিয়েছেন, মিছিলে স্লোগান তুলেছেন।

এ বিষয়ে বিবৃতিতে বাটা বলেছে, “আমরা আমাদের দোকানে আক্রমণের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ জানাই। দেশের বিভিন্ন এলাকায় আমাদের অনেকগুলো দোকান ভাঙচুর করা হয়েছে ও মালামাল চুরি করা হয়েছে। একটি স্বনামধন্য বহুজাতিক কোম্পানির বিরুদ্ধে এই ধরনের আচরণ নিন্দনীয় ও দুর্ভাগ্যজনক। বর্তমানে আমরা এসব ক্ষয়ক্ষতি মূল্যায়ন করছি। ”

এদিকে পুলিশ প্রশাসনের একটি সূত্র জানায়, খুলনা, সিলেট, কক্সবাজার, কুমিল্লাসহ বেশ কিছু স্থানে ভাঙচুর ঘটনা ঘটেছে। ইতোমধ্যে নির্দেশনা অনুযায়ী যারা হামলা চালিয়েছে তাদের শনাক্ত করে আটকের চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে লুটপাট ও ভাঙচুরের সময় পুলিশ নিষ্ক্রিয় ছিল কি না, এমন প্রশ্নের জবাবে পুলিশ প্রশাসন থেকে জানানো হয়, পুলিশ নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে। তবে যারা এই ভাঙচুর ও লুটপাট এর সাথে জড়িত তারা অবশ্যই সুযোগসন্ধানী, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

দেশের বিভিন্ন শহরে প্রতিবাদ মিছিল থেকে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের জন্য দায়ী ব্যক্তিদের গ্রেফতার করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

সোমবার (৭ এপ্রিল) এমন নির্দেশনা দিয়ে তিনি বলেন, আমাদের কাছে হামলাকারীদের ভিডিও ফুটেজ আছে। তাদের চিহ্নিত করা হচ্ছে, অবিলম্বে তাদের গ্রেফতার করা হবে। বাংলাদেশ পুলিশ বর্তমানে এ নিয়ে কাজ করছে।

অন্যদিকে সোমবার দিবাগত গত রাত ১২টা পর্যন্ত সিলেট নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটে জড়িত তিন যুবককে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

এসএম

Share this news on:

সর্বশেষ

img
রোববার অনুষ্ঠিত হচ্ছে বিপিএলের নিলাম, থাকছে ২৫০ বিদেশি Nov 26, 2025
img
১৬৬ উপজেলায় নতুন ইউএনও দিল সরকার Nov 26, 2025
img
ডা. মিলনের আত্মদানে হারানো গণতন্ত্র পুনরুজ্জীবিত হয়েছিল: তারেক রহমান Nov 26, 2025
img
বায়ার্ন মিউনিখেই নিজের ভবিষ্যৎ দেখছেন হ্যারি কেইন Nov 26, 2025
img
তফসিল ঘোষণার পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে : সিইসি Nov 26, 2025
img
বিএনপি ক্ষমতায় এলে নারীদের অধিকার বাস্তবায়ন হবে: খায়রুল কবির খোকন Nov 26, 2025
img
সুশান্তের মৃত্যুটা বোঝাই যায়নি কী হল: জয়া ভট্টাচার্য Nov 26, 2025
img
অজি স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ সেলিনা জেটলির Nov 26, 2025
img
দিতিপ্রিয়া সম্পর্কে ছোট, কখনওই তিক্ততা তৈরি হয়নি: অভ্রজিৎ চক্রবর্তী Nov 26, 2025
img
ফ্র্যাঞ্চাইজিরা টাকা না দিলে বিপিএলে দল পরিচালনা করবে বিসিবি Nov 26, 2025
img
কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন Nov 26, 2025
img
হাসিনাকে ফেরাতে বাংলাদেশের ‘অনুরোধ’ খতিয়ে দেখছে ভারত Nov 26, 2025
img
আগামীকাল থেকে প্রাথমিক শিক্ষকদের লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি ঘোষণা Nov 26, 2025
img
বিয়ে করলেন কনটেন্ট ক্রিয়েটর ‘লিলিপুট’ ফারহান Nov 26, 2025
img
আওয়ামী লীগ পুনর্বাসন ইস্যুতে বিএনপির আরও ২২ নেতার পদত্যাগ Nov 26, 2025
img
ইসির ওয়েবসাইটে প্রকাশ পেল এনসিপির 'শাপলা কলি' প্রতীক Nov 26, 2025
img
থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা, প্রাণ গেল অন্তত ১০ জনের Nov 26, 2025
img
টি-টোয়েন্টিতে ইতিহাস গড়লেন সিকান্দার রাজা Nov 26, 2025
img
শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের লকারে মিলল পাটের ব্যাগ Nov 26, 2025
img
এখন পুরোপুরি কথা বলতে পারেন ইলিয়াস কাঞ্চন Nov 26, 2025