৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে মঙ্গলবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশন (পিএসসি) কার্যালয়ে অবস্থান নিয়েছেন বিসিএস পরীক্ষার্থীরা। তারা দাবি করেছেন, ৮ মে থেকে শুরু হতে যাওয়া পরীক্ষাটি জুন মাসে নেওয়া উচিত। পরীক্ষার্থীদের অভিযোগ, পিএসসি তাদের ফেসবুক পেজে ৪৬তম বিসিএসের পরীক্ষার সম্ভাব্য তারিখ মে মাসের শেষ সপ্তাহ হিসেবে জানিয়েছিল, তবে ৮ মে তারিখ ঘোষণা করা হয় এবং এর ফলে তারা প্রস্তুতি নিতে সময় পাচ্ছেন না।
পরীক্ষার্থীরা উল্লেখ করেছেন, বর্তমানে ৪০তম বিসিএসের ভাইভা পরীক্ষা চলছে এবং ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল এখনও প্রকাশিত হয়নি। তাদের দাবি, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার আয়োজন তাড়াহুড়া করা হচ্ছে, আর এক মাস পরেই ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। তাদের মতে, এক মাসের নোটিশে ৯০০ নম্বরের পরীক্ষা দেওয়ার বিষয়টি যুক্তিসংগত নয়।
একজন পরীক্ষার্থী বলেন, জুন মাসের আগে ৪০তম বিসিএসের ফলাফল প্রকাশ করতে হবে, যাতে একই পরীক্ষার্থী বারবার অন্য বিসিএসে অংশ নিয়ে বিভিন্ন ক্যাডারে সুযোগ না পায়, অন্যথায় সেটা বঞ্চনার শামিল হবে।
এছাড়া, পরীক্ষার্থীরা পিএসসি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে, তিনি তাদের আন্দোলনকারীদের দুর্বল ও অযোগ্য বলে মন্তব্য করেছেন, যা তারা সমর্থন করেন না। পরীক্ষার্থীরা পিএসসি চেয়ারম্যানের বক্তব্য প্রত্যাহার এবং তাদের দাবির প্রতি যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন।
এসএস/টিএ