রাজধানীর যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলামের স্ত্রী লায়লা খানের নামে ইস্পাহানি কলোনির দ্য ওয়েসিসে একটি ফ্ল্যাট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া সংশ্লিষ্ট ভবনে তার নামে থাকা দুটি গাড়ি পার্কিংয়ের জায়গাও ক্রোকের আদেশ দেওয়া হয়েছে। দুই হাজার ৭৫ বর্গফুট আয়তনের এ ফ্ল্যাটটির দলিলমূল্য ৮০ লাখ ৪৫ হাজার টাকা।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক বিষাণ ঘোষ এ ফ্ল্যাট ক্রোক করার আবেদন করেন।
আবেদনে বলা হয়, অভিযুক্তের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে প্রতীয়মান হয়, অভিযুক্ত মাজহারুল কর্তৃক অর্জিত জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ তার স্ত্রী লায়লা খানের মালিকানায় আছে। তার স্ত্রী লায়লা খানের নামীয় এ ফ্ল্যাটটির মালিকানা পরিবর্তন হওয়ার সম্ভবনা রয়েছে। ফলে এটি ক্রোক করার আদেশ দেওয়া প্রয়োজন।
এসএস/টিএ