শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়টি উত্থাপিত হয়েছে, চূড়ান্ত কিছু হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের সময় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়টি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উত্থাপন করলেও চূড়ান্ত কিছু হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনিবলেন, “আমরা তো তাদের কাছে চেয়েছি যে (শেখ হাসিনাকে) ফেরত দেওয়া হোক, তাকে বিচারের সম্মুখিন করার জন্য। এটা নিয়ে চূড়ান্ত কোনো কথাবার্তা হয়নি।”

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

তিনি আরও বলেন, “জনাব মোদি এটা স্পষ্ট করেছেন এদেশের সাথে তাদের সম্পর্ক মানুষের সাথে, কোনো দলের সাথে নয়। এটা উনি স্পষ্ট করেছেন।”

ভারতের ভিসার প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ভিসা একটা দেশের সম্পূর্ণ সভারেইন রাইটস (সার্বভৌম অধিকার)। তারা যদি না দেয় আপনি কিছুই করতে পারবেন না। তাদেরকে আপনি বলতে পারবেন না- কেন দিচ্ছেন না। চাইলে আমরাও বন্ধ করে দিতে পারি। আমরা যেমন বন্ধ করে দিয়েছিলাম সাময়িকভাবে, আবার চালু করেছি।”

“আমাদের লোকজন যে যে কারণে ভারতে যেত সে কারণগুলো যদি অন্য কোনো দেশে সমাধান করা যায় আমি সেটাও চেষ্টা করবো। ভারত যদি চায় তারা রিচ করবে, তাহলে তাদেরও স্বার্থ উদ্ধার হবে আমাদেরও স্বার্থ উদ্ধার হবে। আমরা জানি যে বিশেষ করে কলকাতার অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে, হসপিটারগুলিও ক্ষতিগ্রস্ত হচ্ছে ভিসা না দেওয়ার কারণে,” যুক্ত করেন তিনি।

এফপি/টিএ


Share this news on:

সর্বশেষ