বুধবার যুক্তরাষ্ট্রে চীনা পণ্যে ১০৪ শতাংশ শুল্ক কার্যকর হচ্ছে

বুধবার (৯ এপ্রিল) থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে চীনা কিছু পণ্যের ওপর ১০৪ শতাংশ শুল্ক কার্যকর হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার চীনের পাল্টা শুল্কের জবাবে আরও ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। এতে করে দেশটির ওপর মোট শুল্কের পরিমাণ দাঁড়ায় ১০৪ শতাংশ।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট স্থানীয় সময় মঙ্গলবার জানিয়েছেন, বুধবার থেকেই চীনের ওপর ‘চমকপ্রদ’ এ শুল্ক কার্যকর হবে।

এর আগে চীন এই শুল্কের তীব্র সমালোচনা করেছিল। নতুন করে আরও ৫০ শতাংশ শুল্ক আরোপকে ‘ভুলের ওপর ভুল’ হিসেবে অভিহিত করেছিল দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছিল।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি চীনের ওপর ১০৪ শতাংশ শুল্ক কার্যকরের বিষয়টি নিশ্চিত করার পর যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে আবারও দরপতন শুরু হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন। এরআগে বাজার ইতিবাচক ছিল।

গত ফেব্রুয়ারিতে প্রাথমিকভাবে সব চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। মূলত ফেনটানিল নামের একটি মাদকের প্রবেশ ঠেকাতে এই শুল্ক ঘোষণা করেছিলেন তিনি। এরপর এটি বাড়াতে বাড়াতে ১০৪ শতাংশ করেছেন তিনি। সিএনএন জানিয়েছে, গড়ে এখন চীনকে যুক্তরাষ্ট্রে পণ্য পাঠাতে প্রায় ১২০ শতাংশ শুল্ক দিতে হবে।

গত বছর যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহৎ আমদানিকারক দেশ ছিল চীন। দেশটি থেকে যুক্তরাষ্ট্র আমদানি করেছিল ৪৩৯ বিলিয়ন ডলারের পণ্য। অপরদিকে চীনে তারা রপ্তানি করেছিল ১৪৪ বিলিয়ন ডলারের পণ্য। দুই দেশের মধ্যকার এই বাণিজ্য যুদ্ধের কারণে অভ্যন্তরীণ শিল্প প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হবে। এর প্রভাবে অনেক মানুষ চাকরি হারাতে পারেন বলে শঙ্কা করা হচ্ছে।

এসএম

Share this news on:

সর্বশেষ

img
চট্টগ্রামে খালে তলিয়ে যাওয়া সেই শিশুর মরদেহ উদ্ধার Apr 19, 2025
img
পিএসএলে ইতিহাস গড়লেন পাকিস্তানি তারকা Apr 19, 2025
img
জিম্বাবুয়ের পেসারকে হুমকি মনে করছেন বাংলাদেশ কোচ Apr 19, 2025
img
ইন্টারপোলে শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির আবেদন Apr 19, 2025
img
আল-কায়েদার হুমকিতে নিরাপত্তা চেয়েছিলেন প্রিন্স হ্যারি Apr 19, 2025
img
সম্পর্ক জোরদারে তিন দিনের সফরে ঢাকায় আসছেন হুনানের গভর্নর Apr 19, 2025
img
জাপানে সাত ডলার চুরি করে হারালেন ৮৪ হাজার ডলার Apr 19, 2025
img
মিয়ানমারে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত জান্তা ও বিরোধী দল Apr 19, 2025
img
বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ Apr 19, 2025
img
সরকারি খাদ্য গুদামে চাল সরবরাহে অনীহা, ৩১৬ মিলের নিবন্ধন বাতিল Apr 19, 2025