সিনেমার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন অজয়

ভারতে বড় বাজেটের সিনেমাগুলোর পরিণতি এখন বেশ চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বলিউড তারকা অজয় দেবগণ সম্প্রতি সিনেমার ভবিষ্যত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার মতে, বর্তমানে সিনেমার ভবিষ্যত অন্ধকার।

গত ৩০ মার্চ মুক্তি পাওয়া সালমান খানের 'সিকান্দার' সিনেমা যেমন কাঙ্ক্ষিত সাফল্য পায়নি, তেমনি একাধিক বিগ বাজেট সিনেমার পরিণতি একই রকম হয়েছে। এমন অবস্থায় মুক্তি প্রতীক্ষিত ‘রেইড ২’ ছবির ট্রেলার অনুষ্ঠানে এই বিষয়টি নিয়ে আলোচনা উঠে আসে।

‘রেইড ২’ ছবির ট্রেলার উন্মোচনে উপস্থিত ছিলেন বলিউড তারকা অজয় দেবগন। তিনি বলেন, ‘হিন্দি ছবির ভবিষ্যৎ নিয়ে আমরা সবাই চিন্তিত। মানুষের রুচি বুঝতে এখন হিমশিম খেতে হচ্ছে আমাদের। ঠিক কেমন সিনেমা মানুষ দেখতে পছন্দ করবে, এটাই বোঝা যাচ্ছে না। মহামারী পরবর্তী সময় থেকেই এই সমস্যাটি তৈরি হয়েছে।’

অজয় বলেন, ‘দর্শকরা কোন সিনেমাটি দেখতে পছন্দ করবেন আর কোনটি করবেন না, সেটাই আমরা বুঝতে পারছি না। এ সমস্যা শুধু হিন্দি সিনেমার ক্ষেত্রে নয়, গোটা ফিল্ম ইন্ডাস্ট্রির সমস্যা এটি। আমরা নিজেদের পরিবর্তন করার চেষ্টা করছি এবং সব পরিস্থিতিতে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছি। কোথায় সমস্যা হচ্ছে, সেসব বের করার চেষ্টা করছি।’

দর্শক হলে সিনেমা দেখতে আসছেন না, সেটি কি টিকিটের অতিরিক্ত দামের জন্য? ওই অনুষ্ঠানে করা এই প্রশ্নে অজয় বলেন, ‘আমার মনে হয় না টিকিটের দামের কোনও প্রভাব এটা। যে দর্শকরা সিনেমা দেখতে আসছেন, তারা কিন্তু ওই একই দামের টিকিট কেটে আসছেন। আসলে দর্শকরা অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিচ্ছেন তারা কোন সিনেমা দেখবেন আর কোনটা দেখবেন না।’

অজয় আরও বলেন, ‘দর্শকরা এখন ভালো কনটেন্ট চান। যদি কোনও সিনেমার ট্রেলার বা টিজার মানুষের ভালো লাগে, যদি কোনও সিনেমার গান মানুষের পছন্দ হয়, তাহলে সেই সিনেমাটি অবশ্যই দর্শকরা দেখতে আসবেন। একটি সিনেমা চলবে কি চলবে না তার অনেকটা নির্ভর করে ট্রেলারের ওপর। ট্রেলার যদি ভালো হয়, তাহলে নিঃসন্দেহে সেই সিনেমা দেখবে মানুষ।’

প্রসঙ্গত, ‘রেইড’ মুক্তির ৭ বছর পর বড় পর্দায় আসছে ‘রেইড ২’। এতে অজয় দেবগন ছাড়াও অভিনয় করেছেন রিতেশ দেশমুখ, বাণী কাপুর, সৌরভ শুক্লা প্রমুখ।

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত Apr 18, 2025
img
ইংরেজি পরীক্ষায় খারাপ ফলাফলের হতাশায় শিক্ষার্থীর আত্মহত্যা Apr 18, 2025
img
বিদ্যালয়ের পাশে মাদক সেবন করে মাতলামি করায় যুবককে কারাদণ্ড Apr 18, 2025
img
পুলিশের কোনো কর্মকর্তা অপরাধে জড়ালে ব্যবস্থা নেওয়া হয় Apr 18, 2025
img
নিজ বাড়ি থেকে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার Apr 18, 2025
img
পাকিস্তানের কাছে ৪৩২ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়েছে বাংলাদেশ Apr 18, 2025
img
দিনে ধাওয়া-পাল্টাধাওয়া, রাতে বৈষম্যবিরোধী-এনসিপির মুখোমুখি ছাত্রদল Apr 18, 2025
img
বিয়ে ঠিক হওয়ার পরও কেন ভেঙে যায় শহিদ-কারিনার প্রেম Apr 18, 2025
img
সংস্কার কেন ভোটাধিকার আর গণতন্ত্রের বিকল্প হবে: রিজভী Apr 18, 2025
img
সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার Apr 18, 2025