বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর দৃঢ়ভাবে ঘোষণা করেছেন, ব্যাংক থেকে টাকা লুট করে কাউকে পালিয়ে যেতে দেওয়া হবে না। তিনি বলেন, ব্যাংকিং খাতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা হবে যাতে কেউ আর লুটপাট চালাতে না পারে।
বুধবার (৯ এপ্রিল) রাজধানীর বিআইবিএম কার্যালয়ে অনুষ্ঠিত ১০ম বার্ষিক ব্যাংকিং সম্মেলনে তিনি এসব কথা বলেন। গভর্নর জানান, অনিয়ম, দুর্নীতি ও সুশাসনের অভাবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক সংস্কারের প্রয়োজন পড়েছে।
তিনি উল্লেখ করেন, গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং খাতে সংস্কার আনতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে টাস্কফোর্স গঠন, নতুন আইন প্রণয়ন ও পুরনো আইন সংশোধন রয়েছে। এই উদ্যোগের ফলে কিছু লুটপাটে আক্রান্ত ব্যাংক ঘুরে দাঁড়াতে শুরু করলেও এখনো অনেক ব্যাংক সংকটে রয়েছে।
গভর্নর স্পষ্ট করে বলেন, সব ব্যাংকের অবস্থা খারাপ নয়, তবে যেগুলোর অবস্থা খারাপ, সেগুলো অত্যন্ত নাজুক। ব্যাংকের বোর্ডে হস্তক্ষেপের মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে চায় কেন্দ্রীয় ব্যাংক, এবং তিনি জানান, অচিরেই আরও একটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হবে।
এ সময় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান আব্দুল হাই সরকার বলেন, ব্যাংকের প্রকৃত মালিক হচ্ছেন গ্রাহকরা। তাদের আস্থা অর্জন ছাড়া এই খাত ঘুরে দাঁড়াতে পারবে না।
এসএস/এসএন