দক্ষিণ ভারতের সুপারস্টার আল্লু অর্জুন এবং বিখ্যাত পরিচালক অ্যাটলি কুমার এবার জুটি বেঁধে হাজির হচ্ছেন এক বিশাল বাজেটের সায়েন্স-ফিকশন অ্যাকশন ছবিতে। পিঙ্কভিলার তথ্য অনুযায়ী, ছবিটির বাজেট ৮০০ কোটির বেশি, যা ভারতের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যয়বহুল চলচ্চিত্র হিসেবে বিবেচিত হচ্ছে, রাজামৌলির ‘এসএমবি ২৯’-এর পরেই।
আল্লু অর্জুনের জন্মদিন উপলক্ষে মঙ্গলবার সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা আসে। এটি নির্মিত হচ্ছে জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান সান পিকচার্স ব্যানারে। আল্লু অর্জুন এই প্রকল্প থেকে পারিশ্রমিক হিসেবে পাচ্ছেন প্রায় ১৭৫ কোটি রুপি, এবং প্রযোজনা লাভের ১৫ শতাংশেরও অংশীদার তিনি। অন্যদিকে, অ্যাটলি পাচ্ছেন ১০০ কোটি রুপি, যা তাঁর ক্যারিয়ারের ষষ্ঠ সিনেমায় সর্বোচ্চ পারিশ্রমিক।
এই সিনেমার নির্মাণ খরচ ধরা হয়েছে ২০০ কোটি রুপি এবং ভিএফএক্স-এর জন্য বরাদ্দ রাখা হয়েছে ২৫০ কোটি রুপি। সব মিলিয়ে প্রজেক্টটি নির্মিত হচ্ছে এক আন্তর্জাতিক মানের প্যান-ইন্ডিয়ান ব্লকবাস্টার হিসেবে, যার লক্ষ্য বিশ্ববাজার জয় করা।
মঙ্গলবার সান পিকচার্স একটি ঘোষণা ভিডিও প্রকাশ করে, যেখানে কলানিথি মারান, আল্লু অর্জুন ও অ্যাটলিকে একসঙ্গে দেখা যায়। পরে তাদের লস অ্যাঞ্জেলেসে একটি বিশ্বখ্যাত ভিএফএক্স সংস্থার সঙ্গে বৈঠকে অংশ নিতে দেখা যায়। সেখানে আল্লু অর্জুনকে দেখা যায় বিভিন্ন মাস্ক ও গিয়ার পরা অবস্থায়, এমনকি নিজের ৩-ডি চরিত্রের রূপায়ণ পর্দায় দেখার প্রস্তুতিও চলছিল।
সিনেমার গল্প শুনে হলিউডের প্রখ্যাত ভিএফএক্স বিশেষজ্ঞরাও বিস্মিত। ‘আয়রন ম্যান ২’ এবং ‘ট্রান্সফর্মারস: রাইজ অব দ্য বিস্টস’-এর ভিএফএক্স গুরু জেমস ম্যাডিগান এবং স্পেকট্রাল মোশনের আর্ট ডিরেক্টর মাইক এলিজালদে এই প্রজেক্টের কনসেপ্ট শুনে দারুণ আগ্রহ প্রকাশ করেছেন।
এই 'ম্যাস এবং ম্যাজিক'-এর যুগলবন্দি যে শুধু ভারত নয়, সারা বিশ্বের দর্শকদের নজর কাড়বে, তাতে কোনো সন্দেহ নেই।
এসএস/এসএন