এই শোতে যোগ দেওয়ার চেয়ে মানসিক হাসপাতালে যাওয়াও ভাল : কুণাল কামরা
মোজো ডেস্ক 04:28PM, Apr 09, 2025
কৌতুকশিল্পী কুণাল কামরা আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দেকে কটাক্ষ করে তিনি তীব্র সমালোচনার সম্মুখীন হন।
কুণাল তার কৌতুক অনুষ্ঠানে শিন্দেকে ‘গাদ্দার’ বলে সমালোচনা করেন এবং এক জনপ্রিয় হিন্দি গানের সঙ্গে শিন্দের অঙ্গভঙ্গি নকল করে দেখান। এর পাশাপাশি, কেন্দ্রীয় বিজেপি সরকারকে ‘তানাশাহি’ (একনায়কতন্ত্র) বলেও কটাক্ষ করেন, যা মুম্বাই পুলিশের নজর কাড়ে।
এবার, কুণাল নতুন এক বিতর্কে জড়ালেন সালমান খানের শো ‘বিগ বস’-এ যোগদানের প্রস্তাব পেয়ে। সালমান খানের এই শোয়ের কাস্টিং ডিরেক্টর কুণালের কাছে আসন্ন সিজনে যোগ দেওয়ার জন্য প্রস্তাব পাঠান। বার্তায় বলা হয়, "আপনার নাম উঠে এসেছে, আপনি প্রতিযোগী হিসেবে আকর্ষণীয় হতে পারেন এবং এই শোয়ের মাধ্যমে বিশাল সংখ্যক দর্শকের মন জয় করতে পারবেন।"
কিন্তু কুণাল তার জবাবে বলেন, "এই শোতে যোগ দেওয়ার চেয়ে মানসিক হাসপাতালে যাওয়াই ভালো।" তার এই মন্তব্য নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে, যা সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে।