ভারতীয় কৌতুক অভিনেতা কুনাল কামরাকে নিয়ে কিছুদিন থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা বেশ আলোচনা-সমালোচনা করছেন। ভারতের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে নিয়ে মজা করার কারণে বিপাকে পড়েন তিনি। বয়কট করা হয় তার শো।
তবে এসবের পরেও থেমে থাকেননি কুনাল। এবার নতুন বিতর্কে জড়ান তিনি। সালমান খানের ‘বিগ বস’-এ যোগদানের প্রস্তাব পাওয়ার পর না করে দিয়েছেন তিনি। যা বেশ অবাক করার মতো বলা চলে।
কুনাল ইনস্টাগ্রামে কাস্টিং ডিরেক্টরের সঙ্গে কথোপকথনের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন। যেখানে লেখা, ‘আসন্ন ‘বিগ বস’-এর কাস্টিংয়ের দায়িত্বে আমি আছি। আমরা আপনাকে নিয়ে ভাবনা-চিন্তা করছি। আমাদের মনে হয়েছে এই শোয়ের জন্য আপনি দর্শকের মন জয় করতে পারবেন। আমরা কি এই বিষয়ে একটু কথা বলতে পারি?’
কাস্টিং ডিরেক্টরকে উত্তর দিতে এক মুহূর্ত সময় নেননি কুনাল। জবাবে তিনি লেখেন, ‘এই শোয়ে যাওয়ার থেকে মানসিক হাসপাতালে যাওয়া ভালো বলে মনে করি।’ পোস্টটির সঙ্গে কুনাল সালমান খানের ‘রাধে’ সিনেমার একটি গানও পোস্ট করেছেন।
মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে নিয়ে মজা করার কারণে তাকে আগেই বয়কটের ঘোষণা করেছিল অনলাইন টিকিট বুকিং সংস্থা BookMyShow। কুনাল কামরার যাবতীয় কমেডি কনটেন্ট নিজেদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিল তারা। পাশাপাশি নিজেদের তালিকাভুক্ত শিল্পীদের মধ্যেও আর রাখা হচ্ছে না কুনালকে।
এসএন