ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিবের খানের সঙ্গে কাজের সুযোগ হওয়ায় নিজেকে ‘ভাগ্যবতী’ বলে মনে করেন তার 'প্রিয়তমা' ও 'বরবাদ' সিনেমার নায়িকা ইধিকা পাল।
কলকাতার এই অভিনেত্রী জানিয়েছেন, শাকিবের অনেক গুণে তিনি রীতিমত ‘মুগ্ধ’; সেগুলোর মধ্যে অন্যতম হল শাকিবের মানুষকে ‘অনুপ্রাণিত করার ক্ষমতা’।
শাকিবের প্রযোজনা সংস্থা এসকে ফিল্মসের ফেইসবুক পেইজে ৩ মিনিট ৪৫ সেকেন্ডের এক ভিডিও বার্তায় শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন ইধিকা।
ইধিকা বলেন, “শুধু বরবাদে কাজ করছি বলে নয়, আমার অভিষেক হয়েছে তার (শাকিব খান) বিপরীতে। এর জন্যই নিজেকে ভাগ্যবান মনে হয়।"
অভিনেত্রীর ভাষ্য, “শাকিব খান আমাকে যোগ্য ভেবেছেন তার জীবনের বড় দুটি প্রজেক্টে আমাকে নিয়েছেন, তার জন্য কৃতজ্ঞতা। বাংলাদেশের দর্শক আমাকে চিনেছেন তার জন্যই। তাদের ভালোবাসা পেয়ে আমি আবেগাপ্লুত।"
শাকিবের নায়িকা হয়ে ইধিকার বড় পর্দায় অভিষেক হয় ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে গেল বছর। মাত্র এক বছর বাদে এই জুটি এবার ঈদের সময়ে এনেছে ‘বরবাদ’।
‘প্রিয়তমা’ শাকিব-ইধিকার সুপারহিট সিনেমা। ‘বরবাদ’ দেখেও দর্শকরা সন্তোষজনক কথা বলছেন।
শাকিব খানের সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা দর্শকদের সঙ্গে ভাগ করেছেন ইধিকা।
তার কথায় শাকিবকে যতটুকু দেখেছেন, তাতে নায়ককে তার কাছে ‘শান্তশিষ্টই’ মনে হয়েছে।
“কাজের মধ্যেই ডুবে থাকেন। খুব একটা হাসিঠাট্টা করেন না।"
অভিনেতার কোন গুণটি তাকে মুগ্ধ করেছে প্রশ্নে তিনি বলেন,"আমার মনে হয়, ওনার মাঝে অনেকগুলো গুণই আছে যা মানুষকে মুগ্ধ করতে পারে। আমার কাছে মনে হয়, শুধু মুগ্ধ না, মানুষকে অনুপ্রাণিত করতে পারেন তিনি। তার এই অনুপ্রাণিত করার গুণটা শেখার চেষ্টা করি।
"তিনি এত বছর ধরে ইন্ডাস্ট্রির শীর্ষে, এরপরও এখনো তিনি নিজের কাজের প্রতি নিবেদিত এবং এখন অবধি পরিশ্রমী; আর তার জন্যই বোধ হয় এখনো তিনি শীর্ষেই রয়েছেন। এটাই ওনার থেকে আমি শেখার চেষ্টা করছি।"
'বরবাদ' সিনেমা নিয়ে অভিনেত্রী বলেন, "প্রিয়তমা সিনেমার করার পর কোথাও একটা গিয়ে আমার প্রতি দর্শকের প্রত্যাশা বেড়ে গেছে। 'বরবাদ' করতে গিয়ে আমার এটাই মনে হয়েছে সেই প্রত্যাশার লেভেলটা ছুঁতে হবে। এই সিনেমাটি আরও বেশি যত্ন নিয়ে করেছি।"
বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার অ্যাকশন ধাঁচের সিনেমা ‘বরবাদ’। প্রেম আর প্রতিশোধের বার্তা দেওয়া এই সিনেমার আরও অভিনয় করেছেন কলকাতার অভিনেতা যিশু সেনগুপ্ত, ঢাকার অভিনেতা মামুনুর রশীদ, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার।
সিনেমার আইটেম গান ‘চাঁদ মামায়’ দেখা গেছে কলকাতার অভিনেত্রী নুসরাত জাহানকে।
এসএন