জাল রেকর্ডপত্রে চলে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকল্প কাজ
মোজো ডেস্ক 12:08AM, Apr 11, 2025
দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট অভিযানে সড়ক ও জনপথ অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পে টেন্ডার দেওয়ার সময় জাল ও ভুয়া রেকর্ডপত্র তৈরি করার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। দুদকের ঢাকা কার্যালয় থেকে একটি বিশেষ টিম বৃহস্পতিবার (১০ এপ্রিল) অভিযান পরিচালনা করেছে এবং বিভিন্ন প্রকল্পের নথিপত্র যাচাই-বাছাই করে।
অভিযানে টিমটি সড়ক ও জনপথ অধিদপ্তরের কিছু অসাধু কর্মকর্তার বিরুদ্ধে টেন্ডারের অনিয়মের অভিযোগের সত্যতা পায়। বিশেষত, ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্সের কার্যাদেশ প্রাপ্তির ক্ষেত্রে জাল ও ভুয়া রেকর্ডপত্র দাখিলের ঘটনা প্রতীয়মান হয়েছে।
দুদক জানায়, অভিযানে সংগৃহীত তথ্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পর্যালোচনা করা হয়েছে, এবং শাস্তি হিসেবে সড়ক ও জনপথ অধিদপ্তরকে ৬ মাসের জন্য ডিবার করা হয়েছে।
এছাড়া, এনফোর্সমেন্ট টিম আরও কিছু নথি চেয়ে সেগুলোর বিশ্লেষণ করবে, যার ভিত্তিতে কমিশন পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে বলে জানানো হয়েছে।