৩ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথবাহিনী অভিযান চালিয়ে মোট ৬০৮ জন অপরাধীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী, চোর, ডাকাত, চাঁদাবাজ, পলাতক আসামি, ছিনতাইকারী, কিশোর গ্যাং সদস্য, মাদক ব্যবসায়ী, মাদকাসক্ত এবং দালালচক্রের সদস্যদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে ২১টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ২৯৫টি গোলাবারুদ, মাদকদ্রব্য, বিভিন্ন ধরনের দেশি অস্ত্র, চোরাই মোবাইল ফোন, পাসপোর্ট, ল্যাপটপ, জালনোট, বৈদেশিক মুদ্রা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
এছাড়া, ঈদ-উল-ফিতর উপলক্ষে যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন টার্মিনাল ও স্টেশনগুলোতে টহল এবং সচেতনতামূলক মাইকিং করেছে। বিকল্প রুট, পার্কিং ব্যবস্থা, ট্রাফিক নিয়ন্ত্রণ ও রোড ব্লক প্রতিরোধে সেনাবাহিনী কাজ করেছে। এছাড়া, নিষিদ্ধ পলিথিন কারখানা সিলগালা এবং অবৈধ পার্কিং অপসারণসহ ধর্মীয় উৎসবের সময় পূজামণ্ডপ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
এ ধরনের অভিযান দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এসএস