ঢাকার বুকে গর্জে উঠবে গাজার মুক্তির আওয়াজ, চলছে জোর প্রস্তুতি

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন এবং মানবিক সংহতি প্রকাশের লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যতিক্রমধর্মী এক গণসমাবেশ—‘মার্চ ফর গাজা’। শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টা থেকে মাগরিব পর্যন্ত এই সমাবেশ অনুষ্ঠিত হবে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে।

সমাবেশটি সফল করতে আয়োজকরা ইতোমধ্যেই ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। মঞ্চ নির্মাণ, ওয়াচ টাওয়ার স্থাপন ও জেনারেটর বসানোর পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানে স্থাপন করা হয়েছে প্রায় ২০০টি মাইক, যাতে প্রতিবাদের বার্তা সবার কাছে পৌঁছাতে পারে।

মঙ্গলবার বিকেলে প্রস্তুতির অগ্রগতি পরিদর্শন করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে সর্বস্তরের মানুষের প্রতি সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানান।

‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ প্ল্যাটফর্মের ব্যানারে আয়োজিত এই সমাবেশ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিশেষ করে ইসলামিক স্কলার, ক্রীড়াবিদ, মিডিয়া ব্যক্তিত্বসহ অনেকে সমর্থন ও অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন।

বিশিষ্ট ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারী এক ফেসবুক পোস্টে দেশের ইমামদের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন জুমার খুতবায় এই কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। তার এ আহ্বানে ‘মার্চ ফর গাজা’ আরও বড় মাত্রায় জনমনে পৌঁছাতে শুরু করেছে।

এছাড়া হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃত্ব, দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, টেন মিনিট স্কুলের আয়মান সাদিকসহ অনেকে সমাবেশে সমর্থন জানিয়েছেন।

আয়োজকদের প্রত্যাশা, ‘মার্চ ফর গাজা’ সমাবেশ বিশ্বজুড়ে গাজার নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর এক শক্তিশালী বার্তা হিসেবে প্রতিধ্বনিত হবে।


এসএস

Share this news on:

সর্বশেষ

img
কেমন গয়না পছন্দ করেন মিমি? Apr 19, 2025
img
কয়েদির বেশে ‘দাগি’ দেখতে প্রেক্ষাগৃহে শতাধিক নিশো ভক্ত Apr 19, 2025
img
বড় হারের পর বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন এখন অনিশ্চিত Apr 19, 2025
থানা পরিদর্শনে গিয়ে যে কথা প্রচার করতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা Apr 19, 2025
পুলিশের ইনএক্টিভনেস নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা Apr 19, 2025
img
প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দিয়েছে নারীবিষয়ক সংস্কার কমিশন Apr 19, 2025
বড় বি''প'দে নীল চোখের সেই চা ওয়ালা Apr 19, 2025
img
পুলিশ সদস্যদের যে সুখবর দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা Apr 19, 2025
পিএসএলে পর এবার বিশ্ব ফ্র্যাঞ্চাইজি লিগে আগ্রহের কেন্দ্রবিন্দুতে রিশাদ Apr 19, 2025
img
সালমানকে নিয়ে অক্ষয় বললেন ‘টাইগার কখনো মরে না’ Apr 19, 2025