শোভাযাত্রার আসল নামে ফেরার অনুরোধ জুলকারনাইন সায়েরের

আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান, যিনি সামি নামেও পরিচিত, ‘মঙ্গল শোভাযাত্রা’ নাম পরিবর্তন করে ‘বর্ষবরণ শোভাযাত্রা’ রাখার অনুরোধ জানিয়েছেন। শুক্রবার (১১ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই আহ্বান জানান এবং নাম পরিবর্তনে যারা আপত্তি করছেন, তাদের সমালোচনা করেন।

সামি লেখেন, আগে যশোরে এই আয়োজন শুরু হয়েছিল ‘বর্ষবরণ শোভাযাত্রা’ নামে, পরে ঢাকায় এসে তা ‘আনন্দ শোভাযাত্রা’ এবং শেষ পর্যন্ত ‘মঙ্গল শোভাযাত্রা’তে পরিণত হয়। তিনি প্রশ্ন তোলেন, তখন যদি নাম পরিবর্তন করা যায়, এখন আগের নাম ফিরিয়ে আনা যাবে না কেন?

তিনি মনে করেন, শোভাযাত্রাটি আয়োজন হওয়াটাই বড় বিষয়, নাম নিয়ে অতিরিক্ত বিতর্ক অপ্রয়োজনীয়। একই সঙ্গে তিনি সংস্কৃতি মন্ত্রণালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়কে উৎসাহ দিয়েছেন ‘বর্ষবরণ শোভাযাত্রা’ নামটি ফিরিয়ে আনার জন্য।

পোস্টে তিনি রাজনৈতিক প্রসঙ্গও টানেন। তিনি বলেন, এই শোভাযাত্রার মধ্য দিয়ে কারও প্রতি ঘৃণা ছড়ানো হবে—এমন ধারণা অমূলক। তীব্র ভাষায় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ফ্যাসিস্ট’ ও ‘কাল্ট গডেস’ বলে অভিহিত করেন এবং অভিযোগ করেন যে, তিনি সংস্কৃতিকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন।

এছাড়া গুম, খুন, এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো ঘটনার প্রসঙ্গ তুলে সামি প্রশ্ন তোলেন, এসব ঘটনার জন্য দায়ীদের প্রতি কি ঘৃণার বদলে ভালোবাসা দেখানো উচিত?


এসএস

Share this news on: