আট মাসের পরিচয়ে চার মাসেই বাগদান

সৌদি আরবের সদ্য বিদায়ী রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলানের সঙ্গে মডেল ও উদ্যোক্তা মেঘনা আলমের পরিচয় হয়েছিল আট মাস আগে। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। মেঘনার পরিবার দাবি করেছে, পরিচয়ের চার মাস পর গত বছরের ৪ ডিসেম্বর তারা গোপনে বাগদান সম্পন্ন করেন। তবে এই দাবি প্রমাণে তারা কোনো নথি দেখাতে পারেনি।

পারিবারিক সূত্র বলছে, মেঘনার সঙ্গে রাষ্ট্রদূত ঈসার পরিচয়ের সূত্রপাত হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া অনুবিভাগের এক কর্মকর্তার মাধ্যমে। গত বছরের আগস্টে ঢাকায় সৌদি দূতাবাস আয়োজিত একটি অনুষ্ঠানে প্রথম দেখা হয় রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান ও মেঘনার। সেখান থেকেই শুরু হয় তাঁদের বন্ধুত্ব। সময়ের সঙ্গে সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে।

রাষ্ট্রদূত মেঘনার ‘মিস বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি সামাজিক উদ্যোগে সহযোগিতা করতেন। বিভিন্ন সময় একসঙ্গে ঘোরাঘুরি ও অনুষ্ঠানে অংশ নিতে দেখা যেত তাঁদের।

এ সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার চার মাসের মাথায় ডিসেম্বরের এক সকালে মেঘনা পরিবারকে জানান, পরদিন তাঁর বাগদান। পরিবারে তখন বিয়ের প্রস্তুতির আমেজ। কারণ, মেঘনা জানান, বিয়ের পর তাঁরা সৌদি আরবে স্থায়ী হবেন। কিন্তু বাগদানের কিছুদিন পরই এক নাটকীয় মোড় নেয় ঘটনাটি। মেঘনার কাছে খবর আসে, রাষ্ট্রদূতের রয়েছে স্ত্রী ও সন্তান। বিষয়টি জানার পর নিজেকে প্রতারিত মনে করেন মেঘনা।

পরিবারের দাবি, এরপর থেকেই রাষ্ট্রদূত বিভিন্নভাবে চাপ সৃষ্টি করতে শুরু করেন। মেঘনার সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন। একপর্যায়ে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। মেঘনা তখন নিজের ক্ষোভ জানাতে চান। বাবা বদরুল আলমের ভাষায়, তাঁর মেয়ে শুধু রাষ্ট্রদূতের কাছ থেকে দুঃখপ্রকাশ চেয়েছিলেন। সে আশ্বাস না পেয়ে সিদ্ধান্ত নেন, বিষয়টি প্রকাশ্যে আনবেন।

এই শঙ্কা থেকেই রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অনানুষ্ঠানিকভাবে অভিযোগ জানান যে একজন নারী তাঁর কাছ থেকে ‘আর্থিক সুবিধা নেওয়ার জন্য’ সম্পর্ককে কাজে লাগানোর চেষ্টা করছেন এবং হুমকি দিচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি গুরুত্ব দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অবহিত করে। সেখানে বিষয়টি তদারক করেন স্বরাষ্ট্র উপদেষ্টার একজন বিশেষ সহকারী। তাঁর নির্দেশে ডিবি পুলিশকে দেওয়া হয় খোঁজ নেওয়ার দায়িত্ব।

মডেল মেঘনাকে আটকের দিনই ঢাকা ছাড়েন সৌদি রাষ্ট্রদূত ঈসামডেল মেঘনাকে আটকের দিনই ঢাকা ছাড়েন সৌদি রাষ্ট্রদূত ঈসা

এরই মধ্যে ৯ এপ্রিল রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভাড়া বাসা থেকে মেঘনাকে আটক করে ডিবি পুলিশ। আটকের কিছু আগে মেঘনা ফেসবুক লাইভে এসে বলেন, ‘পুলিশ পরিচয়ে কিছু লোক’ তাঁর বাসার দরজা ভাঙার চেষ্টা করছেন।

পরদিন, ১০ এপ্রিল পুলিশের আবেদনের ভিত্তিতে আদালত বিশেষ ক্ষমতা আইনে মেঘনাকে ৩০ দিনের আটকাদেশ দেন। বর্তমানে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী।
সৌদি রাষ্ট্রদূতের অভিযোগের ভিত্তিতেই মডেল মেঘনা কারাগারেসৌদি রাষ্ট্রদূতের অভিযোগের ভিত্তিতেই মডেল মেঘনা কারাগারে।

এ ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার হন মেঘনার পরিচিত ব্যবসায়ী মো. দেওয়ান সমীর (৫৮)। তিনি ‘কাউলি গ্রুপ’-এর একজন নির্বাহী ছিলেন। গ্রুপটির রয়েছে একটি ভিসা প্রসেসিং সেন্টার, যার মাধ্যমে জাপানের ভিসা প্রক্রিয়া হয়। মেঘনা এই গ্রুপের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতেন। সমীরকে ‘চাঁদাবাজির’ মামলায় পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

রিমান্ডে নিতে আদালতে দেওয়া প্রতিবেদনে পুলিশ বলেছে, সামির সুন্দরী মেয়েদের ব্যবহার করে উচ্চশ্রেণির ব্যক্তিদের ফাঁদে ফেলতেন। পরে সুকৌশলে অর্থ আদায় করতেন। সেভাবে তিনি সৌদি রাষ্ট্রদূত ঈসাকেও ফাঁদে ফেলার চেষ্টা করেন। তাঁরা সৌদি রাষ্ট্রদূতের কাছে ৫০ লাখ ডলার দাবি করেছিলেন।

মেঘনার পরিবার বলছে, তাঁরা তিন দশক আগে বরিশাল থেকে ঢাকায় আসেন। বাবা বদরুল আলম বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি এবং একজন রাজনৈতিক গবেষক। তাঁর চার মেয়ের মধ্যে বড় মেঘনা।

মেঘনা ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ থেকে এইচএসসি পাস করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ করেন। ২০২০ সালে তিনি ‘মিস আর্থ বাংলাদেশ’ প্রতিযোগিতায় বিজয়ী হন। মডেলিং ছাড়াও উদ্যোক্তা হিসেবে কাজ করছেন। বসুন্ধরা আবাসিক এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

জানতে চাইলে ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, ‘বিষয়টি স্পর্শকাতর। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ নিয়ে কিছু বলা যাবে না।’

আরএ

Share this news on:

সর্বশেষ

img
মেঘনা গুলজারের ‘দায়রা’ ছবিতে করিনা Apr 14, 2025
img
টেন্ডার করা কাজের টাকায় জিলাপি চাইলেন ওসি, তদন্তের নির্দেশ Apr 14, 2025
img
এই পয়লা বৈশাখে গলা অবধি কাজে ডুবে রয়েছি, আর দেব ব্যস্ত রঘু ডাকাত নিয়ে : রুক্মিণী Apr 14, 2025
img
ভারত-চীন সম্পর্ক স্বাভাবিকের পথে, ফিরছে যাত্রীবাহী বিমান পরিষেবা! Apr 14, 2025
img
রাহুল-আথিয়ার সন্তানকে নিয়ে সুনীল শেট্টির মধুর অনুভূতি Apr 14, 2025
img
বর্ষবরণের অনুষ্ঠান মঞ্চ ভাঙচুর: হয়নি মামলা, আটকদের ছেড়ে দিয়েছে পুলিশ Apr 14, 2025
img
পোশাক নিয়ে সমালোচনার শিকার কাজলের বোন তানিশা Apr 14, 2025
img
বার বার কেন ১৪ এপ্রিল সালমানকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে? Apr 14, 2025
img
চট্টগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার Apr 14, 2025
img
আবারও বড় পর্দায় ফিরছেন কমেডি কিং কপিল শর্মা Apr 14, 2025